Header Ads

বাড়ি গাড়ি করার জন্যে রাজনীতি নয় বলতেন। বুদ্ধ দেব বাবু

রাজনীতিটা বাড়ি-গাড়ী করার জন্য নয়, দেখিয়ে গেল বুদ্ধ  বলেন বিমান বসুকে
 
এত দিনের একসঙ্গে পথ চলা। কবে প্রথম দেখা হয়েছিল? প্রায় মনেই পড়ছিল না! অনেক ভেবে কফি হাউজের কথা মনে পড়ল। কলেজ ষ্ট্রিটের কফি হাউজে প্রথম আলাপ। সামনে তখন ছাত্র সংসদের নির্বাচন। তিন দলের তিন জনের পড়ুয়ারা ভোট দিয়ে বেছে নিয়েছিল। তার মধ্যে এক জন প্রিয়রঞ্জন দাশমুন্সি। আর এক জন বুদ্ধদেব ভট্টাচার্য।
   সেই শুরু। তার পরে নানা রকম সময়ের মধ্যে দিয়ে রাজনীতিতে একসঙ্গে কত পথ অতিক্রম করেছি আমার। এতটাই দীর্ঘ এবং নিবিড় সেই সঙ্গ যে তার মধ্যে আলাদা করে কিছু তুলে ধরা মুশকিল। কত ঘটনা কত স্মৃতি! ছাত্র ও যুব রাজনীতি সংগঠন দল সরকার আবার দল। কত কথা।
    সেই সময়ের বুদ্ধ উত্তর কলকাতার বাসিন্দা। শোভাবাজার এলাকায়। ওর ওয়ার্ড বিন্যাস এখনকার চেয়ে আলাদা যুব উংসবে বুদ্ধ আহায়ক হয়েছিল। যুব সংগঠন ওর কাজের প্রেক্ষিতে রাজ্য স্তরে বড় দায়িত্ব পেল। ডিওয়াই এফআই তৈরির সময়ে রাজ্য সম্পাদক বুদ্ধ। সেই ছযের দশেকের উত্তাল সময়ে একসঙ্গে অজ্ঞাতবাসে থেকেছি। আমার বরাবরের অভ্যাস আমি একা শুই‌। বিছানায় অন্য কেউ থাকলে অস্বস্তি হয়। মনে পড়ছে বুদ্ধের জন্য সেই ছক ভাঙতে হয়েছিল। বুদ্ধর জায়গায় ওর অন্য পরিচিতের এসে যাওয়ায় ওকে ডেকে নিয়েছিলাম। আমি আর বুদ্ধ এক জায়গায় রাতে পাশাপাশি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.