লন্ডনে প্রিয়াত গোলাম মুরশিদ
লন্ডনে প্রায়াত গোলাম মুরশিদ
উনিশ শতকের বাংলা বাঙালি থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের নানা দিকে স্বচ্ছন্দ বিচরণ ছিল তাঁর। বিলেতে থাকলেও দুই বাংলাকে বেঁধে রেখেছিলেন তাঁর সারস্বত চর্চায়। সেই বিদগ্ধ প্রাবন্ধিক গবেষক গোলাম মুরশিদের জীবনাবসান ঘটেছে। বয়স হয়েছিল ৮৫ বছর। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ লন্ডনের কুইস হাসপাতালে তিনি মারা যান। জম্ম বরিশালের ধামুরা গ্ৰামে। উনিশ শতকের সমাজজীবন বিষয়ে গবেষণা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও মেলর্বোন বিশ্ববিদ্যালয় থেকে। উল্লেখযোগ্য বই হাজার বছরের বাঙালি সংস্কৃতি মাইকেল মধুসূদন দত্তের জীবনী আশার ছলনে ভুলি প্রভৃতি। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়েও কাজ রয়েছে তাঁর। সাম্প্রতিক কালের সব থেকে বৃহদায়তন বাংলা অভিধানগুলির একটি গোলাম মুরশিদের তিন খণ্ডের বিবর্তনমূলক বাংলা অভিধান। মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর বইগুলি নিরপেক্ষ ইতিহাস চর্চার দলিল।
কোন মন্তব্য নেই