Header Ads

বানে উধাও হিমাচল প্রেদেশ গ্রাম

বানে উধাও হিমাচলের পুরো গ্রাম 

কেউ ঠিক বেঁচে আছে! নিশ্চয়ই! এই আশাটুকু আঁকড়ে কাদার মধ্যে দাঁড়িয়ে বৃন্ধ বখি্শ রাম। বৃষ্টির গভীর রাতে মোবাইলের রিংয়ে ঘুম ভেঙেছিল তাঁর। মহকুমা সদর রামপুর থেকে দু'ঘণ্টা পরে যখন সমেজ গ্রামে পৌঁছেছিলেন বৃহস্পতিবার ভোর ৪টে বাজে। এখানেই তাঁর গ্রাম ছিল যেন সেই কথাটুকু বলার জন্যই দাঁড়িয়েছিল শুধু অতিতাদের বাড়িটা। বাকি সমস্ত ভেসে গিয়েছে হড়াপা বানে। বাড়িঘর পরিজন সহায়-সম্বল। গোটা গ্রামটাই।
  মেঘভাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের তিন জেলার মধ্যে সব থেকে খারাপ অবস্থা শিমলার সমেজ গ্রামে। ওই গ্রামের কাছে সমেজ খাদ নামে একটি উপনদী শতদ্রুতে মিশেছে। বুধবার রাতে প্রায় 40 ফুট বেড়ে গিয়েছিল তার জলস্তর। রাজ্যে ৪০ জনের বেশি এখনও নিখোঁজ। তার মধ্যে ৩০ জনেই এই গ্রামের। আর তার মধ্যে 14 জন বখি্শর পরিবারের। এইপর্যন্ত শুধু দুটি দেহাংশ পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে তা কখনও মহিলার ।উদ্ধারকারী দলের সঙ্গে ওই গ্রামে ধ্বংসস্তূপ চষে বেড়াচ্ছে টবি। লখনউ থেকে পাঁচ বছর বয়সি ল্যাব্রাডর প্রজাতির এই সেনা কুকুরকে নিয়ে আসা হয়েছে আজ। গ্রামের 15 টি পরিবার সর্বস্ব হারিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.