Header Ads

সারা নেই মহিলাদের সঞ্চয় প্রকল্প তে

সাড়া নেই বন্ধের পথে মহিলাদের সঞ্জয় প্রকল্প

   মৌমিতা দাস :দেশের মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করার বার্তা দিয়ে গত বছরের বাজেটে শুধুমাত্র তাঁদের জন্য স্বল্প সঞ্চয় প্রকল্প আনার কথা ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী সরকার। কিন্তু সূত্রের খবর বহু ঢাক-ঢোল পিটিয়েও প্রত্যাশিত সাড়া মেলেনি তাতে। ফলে প্রকল্পরি বন্ধ করার পথেই কার্যত হাঁটতে চলছে কেন্দ্র। 
  গত বছরের এপ্রিলে চালু হয় এই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। মেয়াদ দু'বছর। একলপ্তে গগ্নি করা যায় ২ লক্ষ পর্যন্ত টাকা। বছরে সুদের হার ৭.৫ % সব থেকে বড় কথা এতে কিছু করা ছাড়াও পাওয়ার সুযোগ আছে। তবু প্রকল্পের সারা এত কম যে তা বন্ধ না-করে উপায় থাকছে না বলে খবর। কেন্দ্রীয় অর্থ মন্ত্রীকে এক সূত্র জানাচ্ছে আগামী বছরের মার্চে দু'বছরের মেয়াদ সম্পন্ন করার পরে সেভিংস সার্টিফিকেট  আর চালু থাকবে না। মোটামুটি সেই সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে। ফলে প্রশ্ন উঠছে মহিলাদের সঞ্চয়ে উৎসাহ দেওয়ার কথা বলে এক সময় যে প্রকল্পের ঢালাও প্রচার চালিয়েছিল বিজেপি তার এই দশা হল কেন? মাত্র দু'বছর টেনের কেন তুলে দিতে হচ্ছে সেটি? কেন তাতে সাড়া দিলেন না দেশের মহিলারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.