Header Ads

বাংলাদেশ কি স্বাধীন ? তবে গীতাঞ্জলি বড়ুয়া কে গাছে বেঁধে শাস্তি দিল কে?

নয়া ঠাহর ,কোলকাতা: বাংলাদেশ স্বাধীন হল কিন্তু হিন্দু জনগোষ্ঠির স্বাধীণতা  এল না।    ঢাকা  আজিমপুর  সরকারি  গার্লস  হাইস্কুল  এর  অধ্যক্ষ গীতাঞ্জলি বড়ুয়া  কে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে একাংশ শিক্ষিকা পদত্যাগের দাবিতে চাপ সৃষ্টি করে।অভিজাত পরিবারের সন্তান গীতাঞ্জলি বাবা Dakha  university  পালি বিভাগের ইনচার্জ রবীন্দ্র বিজয় বড়ুয়া ,মা  সুনন্দা  এক কলেজ  অধ্যাপিকা পদে  ছিলেন। দুজনেই গত হয়েছেন  ।ভাল মনের উচ্চশিক্ষিত গীতাঞ্জলি  বড়ুয়া  কে সরিয়ে অন্য একজনকে বসানোর জন্যে কয়েকজন শিক্ষক ক্রমাগত চাপ   মানসিক   শারীরিক অত্যাচার শুরু করে।প্রতিবাদ করলে তাকে গাছের সঙ্গে বেঁধে অত্যাচার করা হয়।স্থানীয় পুলিশ  আসেনি সেনা বাহিনীর হুমকি পেয়ে তাকে ছাড়িয়ে আনা হয়। বাংলদেশে ভারতের সাহার্য্য নিয়ে স্বাধীন হল।ভারতের ছাড়া চলেনা।ওখানকার হিন্দুদের উপর  অত্যাচার বন্ধ হয়নি। হিন্দু জনগোষ্ঠীর উচ্চ পদে থাকা ব্যক্তিদের  বিতরণ করে মুসলিম প্রার্থীদের বসানো হচ্ছে বলে নানা অভিযোগ আসছে।

























কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.