অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহাম্মদ ইউনূস হিন্দুদের ঘর বাড়ি মন্দির উপসনা স্থল রক্ষার জন্যে ছাত্র সমাজ কে ডাক দেন
অমল গুপ্ত ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড মহম্মদ ইউনূস গতকাল বাংলদেশে হিন্দু বাঙালিদের সম্পত্তি লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রক্ষার জন্যে সমস্ত ছাত্র সমাজ কে ডাক দেন।তিনি হিন্দুদের পাশে থাকার আহবান জানান। সিপিএম পলিটব্যুরো এক বিবৃতি প্রকাশ করে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় নিন্দা জানিয়ে এই লুটপাট আটকাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের প্রতি আহ্বান জানায়। বাংলাদেশে ঢাকা চট্রগ্রাম খুলনা ইত্যাদি শহরে হিন্দু জনগোষ্ঠির বিশাল বিশাল প্রতিবাদ মিছিল বেরোতে দেখা যায় টিভি সোশ্যাল মিডিয়া তে ভরে যায়। স্লোগান দেওয়া হয় বাংলাদেশকে স্বাধীন করতে হিন্দুরাও প্রাণ আহুতি দেন ,এই দেশ তাদেও জন্ম ভূমি। তবে ভারত যাব কেন। বাংলদেশে সরকারকে কে হিন্দুদের জীবন জীবিকার নিশ্চয়তা দিতে হবে। গত ৫জুলাই শেখ হাসিনা দেশ ছাড়ার পর গণ ভবনে লুটপাট শুরু হন।হাঁস মুরগি , আসবাবপত্র এসি মেশিন, খাট,পোষা কুকুর বিড়াল পাশের উদ্যানে রাখা হরিণ সবই লুট হয়ে যায়।গতকাল পোষা বিড়াল , জার্মান শেফার্ড ডগ নিরাপত্তা বাহিনী উদ্ধার করেছে। কোনো কোনো জায়গাতে বিশাল বিশাল মিছিল থেকে শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনার ডাক দেওয়া হয়েছে। কংগ্রেস বিরোধী নেতা রাহুল গান্ধী লন্ডনে খালেদা জিয়ার পুত্রের সঙ্গে সাক্ষাৎ করেছেন রিপাবলিক বাংলা চ্যানেল এডিটর এন চিফ অনর্ব গোস্বামী পক্ষ থেকে এই জোরালো দাবি করার পূর নতুন জল্পনা শুরু হয়েছে। বাংলাদেশের এক সাংবাদিক দাবী করেন হাসিনা কে উৎখাত করার জন্যে এই গোপন বৈঠক করেন রাহুল গান্ধী। সেই দাবি নিয়ে ভারতে বিরোধী মহলে রাজনীতিক চর্চা চলছে।হাসিনা ছিলেন ভারত সমর্থক। তিনি থাকলে বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত থাকতো অত্যাচারিত হতে হয় না। কংগ্রেস দল মুসলিম জনগোষ্ঠী সমর্থক বলে পরিচিত। ডা ইউনূস এর এক মন্তব্য কে ঘিরে রাজনীতি সরগরম তিনি বলেন বাংলাদেশের পরিস্থিতি অস্থির থাকলে সেভেন সিস্টার স এমনকি মায়ানমার অস্থির হয়ে উঠবে। এবার নোবেল জয়ী বলেছেন বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করতেই হবে , না পারলে আমাদের ব্যর্থতা না হলে ক্ষমতায় থাকার মানে নেই। প্রসঙ্গত গত কয়েকদিনে ২০০ বেশি জায়গায় হিন্দুদের ঘরবাড়ি মন্দির ভাঙ্গা হয়েছে।
কোন মন্তব্য নেই