কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তার কে ধর্ষণ করে হত্যা রাজ্যে উত্তাল ,মমতা সিবিআই তদন্তের আপত্তি করেননি
নয়া ঠাহর ,কোলকাতা : কোলকাতা আর জি কর মেডিক্যাল কলেজের এক জুনিয়র ডাক্তার রাতে ডিউটি করার সময় নৃশংস ভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের আন্দোলন কে সমর্থন করে এবিপি আনন্দ কে বলেন একজন কে গ্রেফতার করা হয়েছে।এই অপরাধের কোনো ক্ষমা নেই।তিনিও চান কঠোর শাস্তি চান। তিনি বলেন ফার্স্ট ট্রাক কোর্টে বিচার করে অপরাধীকে নজিরবিহীন শাস্তি হোক।তিনি ফাঁসির আবেদন কে ও সমর্থন করেন। তিনি বলেন সেমিনার হলে এই ঘটনা ঘটেছে। তিনি সিবিআই তদন্তে আপত্তি করেননি। সি সি ক্যামেরা বাড়ানো কথা বলেন। ধর্ষণ করে হত্যার ঘটনায় সঞ্জয় রায় নামে একজন কে পুলিশ গ্রেফতার করেছে।জুনিয়র ডাক্তার দের বিক্ষোভ আন্দোলন যুক্তি সম্মত বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। হাসপাতালের চেষ্ট বিভাগের কাছে গভীর রাতে সঞ্জয় রায় কে সি সি ক্যামেরা তে দেখা যায়। সঞ্জয় হাসপাতালের স্টাফ নয়।রুগীদের সাহার্য্য করতেন।বাঁকুড়া ,মেদিনীপুর বর্ধমান সহ অনেক মেডিক্যাল কলেজ ডাক্তারদের আন্দোলন শুরু হয়েছে। পরে জানা যায় ধৃত সঞ্জয় রায় একজন সিভিক ভলান্টিয়ার । কর্তব্যরত ডাক্তারকে গলাটিপে হত্যা করার পর ধর্ষণ করে বলে তদন্তকারী সূত্র আজ দাবী করেছে। রাজ্যে সিভিক পুলিশের নিয়োগ ক্ষেত্রে কোনো প্রশিক্ষণ হয়না।সিভিক পুলিশদের বিরূদ্ধে বহু অভিযোগ আসছে। মূখ্যমন্ত্রী ফার্স্ট ট্রাক কোর্টে বিচার করে ফাঁসি দাবী কেও সমর্থন করেছেন। ব্লুটুথ হেড ফোন পাশে ছিল টা দেখে সঞ্জয় রায় কে ধরা হয়।
কোন মন্তব্য নেই