Header Ads

বাংলাদেশে ঘটনার সময় মাদক পাচার চলছে

ফের হেরোইন পাচার বেড়েছে লালগোলায়, ধৃত ১ 

 ফের মাদক পাচারে সামনে আসছে লালগোলার নাম। বাংলাদেশের অস্থির অবস্থাতেও এখনও যে মাদক পাচার বন্ধ হয়নি রবিবার রাতে তার হাতে নাতে প্রমাণ পেল পুলিশ।
  সম্প্রীতি বেশ কয়েকটি জায়গায থেকে মাদক আটকের প্রেক্ষিতে উদ্বিগ্ন লালগোলার পুলিশও। রবিবার রাতে বড়সড় হেরোইন আচারের চেষ্টা রুখল পুলিশ। রাত ১০ নাগাদ রাজবাড়ি সংলগ্ন কলকলি নদীর পাশে এক আমবাগানে ভগবানগোলার এসডিপিও- এর নেতৃত্বে বিশাল পুলিশ।
  বাহিনী একটি অভিযান চালায় ছিলেন ওসি সুপ্রিয় মাঝিও। কিছুক্ষণ অপেক্ষার পরেই এক ব্যক্তিকে রাতের অন্ধকারে সেখানে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তারপর তল্লাশি চালাতেই তার কাছ থেকে একটি পলিথিনের প্যাকেট মোড়া সাদা পাউডার উদ্ধার করে। পরে পরীক্ষা করে জানা যায় সেটি হিরোইন মদন। বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য ওই রাস্তা দিয়ে সীমান্তে যাচ্ছিল সে। তার নাম শহিদুল ইসলাম। বাড়ি লিসা  রমজানপুরে। আটক মোদকের খোলা বাজারে দাম ১০ থেকে ১৫ লক্ষ টাকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.