Header Ads

কলকাতা আর জি কর হাসপাতালে বিশ্ব কাঁপানো ধর্ষণ কান্ড প্রতিবাদ বিশ্বজুড়ে

নয়া ঠাহর ,কোলকাতা ,কোলকাতা আর জি কর হাসপাতালে বিশ্ব কাঁপানো ধর্ষণ করে হত্যা  কান্ড   সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে।ব্রিটেন   আমেরিকা ,বাংলাদেশ,  নেপাল প্রতিবাদ করেছে।পশ্চিমবঙ্গে শাসক দল তৃনমূল ও প্রতিবাদ করেছে এমনকি মুখ্যমন্ত্রী মমতা ও বিচার চ্য়েছেন। এক পরিসংখ্যান অনুযায়ী  ধর্ষণে র ঘটনা দেখার জন্যে পশ্চিমবঙ্গের ১০০ শতাংশ মানুষ ভিডিও সার্চ করেছেন তারপরে অসম ৬৭ শতাংশ  সার্চ  করেন।q

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.