Header Ads

আর জি কর প্রতিবাদে গান বাঁধলেন অরিজিৎ

প্রতিবাদে গান বাঁধলেন অরিজিৎ

 আর জি কর কাণ্ডের প্রতিবাদে গান বাঁধলেন অরিজিৎ সিংহ। সম্প্রতি লাইভে এসে আর কবে? গেয়ে শোনান ভক্তদের। তবে তাঁর গলায় অবস্থা এখনও ভাল নয়। সে কথা তিনি নিজেই জানালেন লাইভে। এখনও গোটা একটা গান গাইতে পারছেন না তিনি। কিন্তু আর বসেও থাকতে পারছেন না। আর জি কর কাণ্ডকে কেন্দ্র করে নিরাপত্তা ও নানা বিষয়  নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তবে অরিজিৎ-ভক্তরা তাঁকে পথে নামার জন্য আহান জানালে তিনি লাইভেই বলেন সকলেই তো নামছে, আছি আমার সবাই। কিন্তু এতে একটা বিশৃঙ্খলা তৈরি না হয়ে যায়। কোথায়  তিনি এ-ও জানান যে এখন তাঁর রাস্তায় নামাও খুব সহজ কাজ নয়। সাধারণ মানুষের মতো তিনি স্বাধীন ভাবে রাস্তাঘাটে বিচারণ করতে পারেন না। রোজ রাস্তায় বেরোতে  পারেন না বেরোলেই তাকে ঘিরে সেলফি তোলার ভিড় হয়ে যায়। তবে আর জি করের  ঘটনায় সুবিচার কবে পাবেন তা নিয়ে চিন্তিত তিনিও। রোজ হাজার কাজের মাঝেই তাঁর মন পড়ে থাকে খবরের দিকে। কিন্তু শুধু এ ক্ষেত্রেই নয় নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করতে হবে দেশের, আইনকানুন বিষয়ে আরও সজাগ হতে হবে  মনে করছেন অরিজিৎ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.