Header Ads

আখতার আলি র অভিযোগ তদন্ত করবে সিবিআই ,ধর্ষণ খুনের মামলা তদন্ত ও সিবিআই এর হাতে

নয়া ঠাহর ,কোলকাতা ,আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার  আখতার আলী ২০২৩ সালে অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্ট  সিবিআই তদন্তের আদেশ দিয়েছেন।  বেয়ারিশ লাশ পাচার, ,কেমিক্যাল বর্জ্য পদার্থ  পাচার বাংলাদেশে  অর্থের বিনিময়ে ডাক্তার দের ফেল করানো ইত্যাদি  গুরুতর অভিযোগ এবার সিবিআই তদন্ত করবে। হাইকোর্টের বিচারপতি  আর ভরদ্বাজ  সিবিআই  তদন্তের আদেশ দেন।জুনিয়র ডাক্তার খুন হত্যার তদন্ত সিবিআই করছে। এই সব তদন্তের মাথা হচ্ছে মেডিক্যাল কলেজের সুপার সন্দীপ ঘোষ। এই দূর্নীতি  পরায়ন ব্যক্তি সন্দীপ ঘোষ কে সেরা স্বাস্থ্য সম্মান পুরস্কার প্রদান করেন এবিপি আনন্দ।  আত্মপক্ষ সমর্থন করে এবিপি আনন্দ বলেছে তারা সন্দীপ ঘোষ কে নয় আর জি কর মেডিক্যাল কলেজ কে সম্মান জানান। প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী লিখিত অভিযোগ করেছেন মর্গ থেকে বেয়ারিস লাশ সংগ্রহ করে পাচার করেছে সন্দীপ ঘোষ।    মেডিকেলের বর্জ্য বাংলদেশে পাচার করেছে। কৃতী ডাক্তারকে ফেল করিয়ে লাখ লাখ টাকা নিয়েছে সুদীপ ঘোষ।আর এই  হাসপাতাল কে সম্মান জানান এবিপি আনন্দ। সুদীপ ঘোষের আর্থিক অভিযোগ তদন্তে sit গঠন করেন।এখন sit  আর গুরুত্ত থাকলো না। বর্তমান বহরমপুর মেডিক্যাল কলেজের সুপার আখতার আলি কলকাতা হাইকোর্ট  এ সন্দীপ ঘোষের আর্থিক তদন্তের ভার  ইডি করুক। সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করতে পারবে সিবিআই। আদালতের অনুমতি পেয়েছে। সিভিক পুলিশ সহ ৬জনের পিলিগ্রাফ পরীক্ষা হবে। সিঙ্গল বেঞ্চের বিরুদ্ধে সন্দীপ ঘোষ আবেদন করবেন বিচার পতি  হরিশ টেন্ডন  ডিভিশন বেঞ্চে  সুবিচারের জন্যে।



 ঘোষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.