Header Ads

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর পত্নী রিনিকি ভূঁইঞা র সব সম্পত্তি দান করে দেবেন

অমল গুপ্ত ,গুয়াহাটি কলকাতা: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার পত্নী র অর্জিত সব স্থাবর অস্থাবর সম্পত্তি দেশের জনগণ কে দান করে দেবেন। মূখ্যমন্ত্রী এই বিস্ফোরক দাবী নিয়ে দেশ জুড়ে চর্চা চলছে।দেশের কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের দাবী করেছে বলে সন্দেহ আছে।মুখ্যমন্ত্রী বলেন তাঁর পত্নী ঋণিকি ভূঁইঞা এখন পর্যন্ত যে সব সম্পত্তি করেছেন ,সব সম্পত্তি জনগণের মধ্যে দান করে দেওয়া হবে। তাদের হাতে কিছুই থাকবে না। তিনি সেই সম্পত্তির তালিকা সম্পর্কে বলেন নিউজ লাইফ টিভি চ্যানেল , নিয়মিয়া বার্তা ,সংবাদপত্র, গণেশগুড়ি র জমিতে সাইবাবার মন্দির আর এক জমিতে শিব মন্দির গড়েছেন। এক জাতীয় পর্যায়ে স্কুল , এক রিসোর্ট , চা বাগান আরও দুটি চ্যানেল ইত্যাদি সম্পত্তির মালিক তার পত্নী।সবই বিলিয়ে দিতে চান। মূখ্যমন্ত্রী তার সম্পত্তির তালিকা জানিয়ে উইল করে দিয়েছেন বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.