আর জি করের প্রতিবাদে নয়ডা এক্সটেনশন এ রাত দখলের ডাক মহিলাদের
15th Aug'24
*আর জি করের প্রতিবাদ সুদুর প্রবাসে*
নয়ডা এক্সটেনশন--
আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া এক মর্মান্তিক এবং নৃশংস ঘটনা, যার জেরে এক তরুণী জুনিয়র ডাক্তার এর গণধর্ষণ ও হত্যার প্রতিবাদ এ সারা ভারত এর মত গ্রেটার নয়ডা ওয়েস্ট এর গৌড় সিটি ১-এও মেয়েদের রাত দখল এর প্রতিবাদী মিছিল করা হলো গত কাল রাত ১১.৩০ থেকে। প্রায় ৫০ জন বিভিন্ন বয়েসি মহিলা জমায়েত হন এবং এই নৃশংস ঘটনার বিরুদ্ধে সোচ্চার হোন। তারা দাবি করেন অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোরতম শাস্তি দেওয়া হোক। মিছিলে উপস্থিত সুধৃতি দত্ত মন্তব্য করেন যে তিনি নিজেও একজন ডাক্তারী পড়ুয়া ছাত্রীর মা এবং এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই উনি ওনার মেয়ের সুরক্ষার জন্য যথেষ্ট চিন্তিত। অন্যান্য শীল বক্তব্যে রাখেন যে এই ঘটনার প্রতিবাদ এই সুদুর প্রবাসে থেকে করার একমাত্র কারণ হলো দেশ স্বাধীন হওয়ার এত বছর পরও আমরা মেয়েরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি? আমি প্রতি মুহূর্তে নিজের এবং মেয়ের সুরক্ষা নিয়ে চিন্তিত থাকি। মিছিলে উপস্থিত আরো একজন নাগরিক, পাঞ্চালী শ্যাম দেব জানান যে যতদিন অবধি পুরুষদের মানসিকতার
পরিবর্তন হবেনা, যতদিন পর্যন্ত রাজনীতিক আমলারা অপরাধীদের কবচ দেওয়া বন্ধ করবেন না, যতদিন পর্যন্ত নারী সুরক্ষা শুধু দুটি শব্দ না হয়ে আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠবে না, ততদিন পর্যন্ত কোনো নারী ই সুরক্ষিত থাকবে না।
কোন মন্তব্য নেই