ধর্ষক কে ১০ দিনের মধ্যে ফাঁসি চেয়ে আইন করবেন বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়
নয়া ঠাহর ,কোলকাতা : পশ্চিমবঙ্গে বিজেপি বন্ধে র দিন মুখ্যমন্ত্রী বিজেপি কে তুলোধুনা করে বলেন বিজেপি আজকে বন্ধ ডেকে লাশের রাজনীতি করছেন। বঙ্গের বদনাম করছেন। ১৮ দিন আগে কলকাতা আর জি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়। আজও কিনারা হয়নি। আর জি করের সুপার সন্দীপ ঘোষ বহু দুর্নীতির নায়ক লাশের রাজনীতি করেছেন।তৃনমূল সাধারণ সম্পাদক সেই সন্দীপ ঘোষ কে গ্রেফতার করার দাবি জানান সিবিআই এর কাছে। এই সন্দীপ ঘোষ আর জি কর থেকে অপসারিত হওয়ার পর ঘণ্টা চারের মধ্যে তাকে প্রমশন দিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের সুপার পদে বসানো হয়। কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরী অভিযোগ করেন দিদির মুখোশ খুলে গেছে। এখন ফাঁসির দাবি করছেন। আজ বিজেপি দলের ১২ ঘণ্টা বন্ধ সময় বহু বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়।ট্রেন চলাচল অনেক জায়গা ব্যাহত হয়েছে।
কোন মন্তব্য নেই