সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করল না আদালত
সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করল না আদালত
আর জি কর কাণ্ডে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। এই ঘটনায় সংবাদমাধ্যমে যে সংবাদ প্রকাশ করছে তার ওপরে সার্বিক নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়ে আলাদাতে দ্বারস্থ হয়েছিলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বুধবার সেই মামলায় বিচারপতি শম্পা সরকার মামলাকারীর আর্জি খারিজ করে দিয়ে জানান এই পর্যায়ে সংবাদমাধ্যমের উপরে সার্বিক নিষেধাজ্ঞা জারির প্রয়োজন বোধ করছে না কোর্ট। কোনও নির্দিষ্ট সংবাদ নিয়ে আপত্তি থাকলে প্রেস কাউন্সিলের দ্বারস্থ হতে পারেন বা মানহানির মামলা করতে পারেন।
এ দিন বিচারপতি এ-ও জানান যে জিন্দাবাদ সংক্রান্ত খবরে সন্দ্বীপের ভূমিকা নিয়ে কোনও আগান সিদ্ধান্ত বা মন্তব্য প্রকাশ করা যাবে না।
জিজ্ঞাসাবাদ পূর্বের কোনও অ্যনিমেশন নাট্যরূপও প্রকাশ করা যাবে না। বস্তগত সংবাদ পরিবেশন করতে হবে এবং সংবাদমাধ্যমের নিজস্ব মতামত প্রকাশ করা যাবে না। সংবাদমাধ্যমকে তদন্তকারী সংস্থার ভূমিকা নিতে ও কার্যত নিষেধ করেছে কোর্ট। কোনও বিতর্ক বা আলোচনাসভার ক্ষেত্রে বক্তব্য মন্তব্য যে সংবাদমাধ্যমের মতামত নয়, সে ব্যাপারে সতর্কীকরণ দিতে হবে।
কোন মন্তব্য নেই