Header Ads

কলকাতা হাইকোর্ট মহিলা ডাক্তারের মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দিল

নয়া ঠাহর, কলকাতা :কোলকাতা হাইকোর্ট আজ মহিলা  ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। রাজ্যে পুলিশ অস্বাভাবিক মৃত্যু দেখিয়ে এফ আই আর করায় ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। হাই কোর্ট প্রশ্ন তুলেছে  নিষ্ঠুর ভাবে ধর্ষণ করে হত্যার পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর পুলিশ  কেন হত্যার অভিযোগে অভিযোগ দায়ের করেনি কেন। এত দেরি হল কেন?  আর জি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ কে আর জি কর থেকে সরিয়ে দেওয়া পর  ন্যাশনাল মেডিক্যাল কলেজ  একই পদে  বসিয়ে    সম্মান জানানো হল।হাই কোর্ট  বিস্ময় প্রকাশ করে বলেছে সন্দীপ ঘোষ কে জেরা না করে অন্য পদে বসিয়ে পদ  থেকে উন্নীত করা হল।হাইকোর্ট আজকের মধ্যেই পদ থেকে সরে যাওয়ার কড়া নির্দেশ দেন।  আর জি করের দূর্নীতি আটকাতে সন্দীপ কে সরানো হচ্ছিল না। মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় ঘোষণা করেছিলেন রবিবারের মধ্যে খুনের কিনারা না হলে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হবে।
















কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.