নবান্ন অভিযান শেষ হল ।কাল বিজেপি র ডাকা১২ ঘণ্টার বন্ধ
নয়া ঠাহর ,কোলকাতা : তৃণমূলের ভয় ছিল ব্যাপক গণ্ডগোল হবে। সে রকম কিছু হয় নি।বিজেপি দাবীক করে ১৩০ আহত হয়েছে। আগামী কাল বিজেপি ১২ঘণ্টা বন্ধ ডেকেছে। আজ লাঠি চার্জ হয়েছে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় ছে। আন্দোলনকারীরা পলিশের দিকে ঢিল ছুঁড়েছে ।পুলিশ আহত হয়েছে। আজও মুখ্যমন্ত্রী অন্য রুট দিয়ে নবান্ন যান।এই অভিযান এ কোনো বড় ঘটনা ঘটেনি সরকারি কর্তৃপক্ষ বেজায় খুশি।কিন্ত আসল অপরাধী আজও ধরা পড়ল না। বিশিষ্ট গায়ক অরিজিৎ সিং গান বাঁধলেন। আর কবে আর কবে।
।নবান্ন ঘেরাও সফল হয়নি। বিজেপি বুধবার ১২ ঘণ্টার বাংলা বন্ধ ডাক দিয়েছে।।
কোন মন্তব্য নেই