Header Ads

দেশের ,৬০,৬৫,৭০ উদ্ধ বৃদ্ধদের বেঁচে থাকার সব পথ বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার

অমল গুপ্ত ,কোলকাতা:প্রথম প্রশ্ন তুলেছিলেন অমিতাভ জা যা জয়া বচ্চন।৬০ বছরের উর্দ্ধে বৃদ্ধদের জীবন বীমা বন্ধ,রেলের টিকিট  কন্সেসেসন বন্ধ।নির্বাচনি বন্ড এ চাঁদা নিয়ে ঔষধ কোম্পানী গুলি  বয়স্কদের  হার্ট ,প্রেসার কিডনি  ডায়াবেটিস সব ঔষধের দাম বাড়িয়ে বৃদ্ধদের মৃত্যুর মুখে ঠেলে দিলেন অথচ দেশের সাংসদ  বিধায়করা মাসে মাসে মোটা অঙ্কের পেনশন পেতেই থাকবে। এই প্রশ্ন ছিল দেশের এক মহিলা যাদের জীবনে  নিরাপত্তা নেই ।  কেন্দ্রের এক কেবিনেট মন্ত্রী নীতিন গরকারী নিজে  প্রশ্ন ছুঁড়েছেন। স্বাস্থ্য  ও জীবন বিমাতে  ১৮শতাংশ  জি এস টি আরোপ করা হল কেন? দেশে ১০ কোটির উপর ৬০ বছরের বয়স্ক মানুষের বাস। দেশের ঔষধ কোম্পানী গুলো কেন্দ্রীয় সরকারের নির্বাচনি বন্ড  এ কোটি কোটি টাকা চাঁদা দিয়ে   পরিবর্তে মুনাফা অর্জনের জন্যে জীবনদায়ী ঔষধের দাম অস্বাভাবিক হারে  বাড়িয়ে  দিলেন। বিজেপি , কংগ্রেস, তৃনমূল  ইত্যাদি রাজনৈতিক দল চুপ। যারা বেশি চাঁদা নিয়েছে।। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাপাধ্য় ও কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতা রামন কে চিঠি পাঠিয়ে স্বাস্থ্য ও জীবন বিমা খাতে ১৮ শতাংশ 
জি এস টি   বাতিলের দাবী জানিয়েছেন।  প্রশ্ন উঠছে সংসদ ও বিধানসভা তে ৬০ বছরের বেশি বয়সীদের  পেনশন পাওয়ার অধিকার অব্যাহত থাকবে?  অসমের বিজেপি সরকার চিকিৎসার সব খরচ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
















কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.