Header Ads

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের বেওয়ারিশ লাশ নিয়ে ব্যবসা করত সন্দীপ ঘোষ

নয়া ঠাহর ,কোলকাতা : আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী দুবছর আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন।  মূখ্যমন্ত্রী ভিজিলেন্স ,সহ চার অফিসারের কাছে অভিযোগ করলেও সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাঁর অভিযোগের মধ্যে অন্যতম হাসপাতালের বেওয়ারিশ লাশ চালান করে দেওয়া হত।টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়া।মেডিক্যালের বর্জ্য সামগ্রী বাংলদেশে চালান।সেক্স   র‍্যাকেট চেনানো ইত্যাদি গুরুতর অভিযোগ ছিল। সরকার  কিছুই করেনি। সুপার সন্দীপ ঘোষের চারজন বাউন্সার ২০ জন নিরাপত্তা রক্ষী নিয়ে চলেন সুপ্রিম কোর্ট রীতিমত রাজ্যে সরকারকে  নানাভাবে কাঠ গড়ায় দাড়া করায়। হাসপাতালের নিরাপত্তা দেবে আধা সামরিক বাহিনী। রাজ্যে পুলিশের উপর আস্থা নেই সুপ্রিম কোর্টের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.