বাংলদেশে ইসকন মন্দিরে হামলা, প্যারিস থেকে শান্তি রক্ষার আবেদন জানিয়েছেন মহম্মদ ইউনূস
অমল গুপ্ত ,কোলকাতা এক ছোট্ট অপারেশন করার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস কাল প্যারিস থেকে ফিরবেন।তিনি আজ ফেস বুকে শান্তি রক্ষার আবেদন জানিয়েছেন।এদিকে বাংলাদেশে এবার ইসকন মন্দির ছাড়াও বহু দুর্গা মণ্ডপ ভেঙে ফেলা হয়েছে।ফেনী ,সিরাজগঞ্জ, খুলনা ,যশোর ইত্যাদি স্থানে এবার দুর্গা পুজো হবে না। মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ৭০ টি মরদেহ উদ্ধার করা হয়েছে।আওয়ামী লীগের ৫০,৬০জন নেতাকে হত্যা করা হয়েছে। ১৩ বছর পর ভারত বিরোধী জামাত কার্যালয় আজ খোলে। কুষ্টিয়া জেল থেকে ৫০ জন পালিয়েছে।২৪ জনকে জীবন্ত জ্বালিয়ে। হত্যা করা হয়েছে। আজ কলকাতা থেকে বাংলদেশে বাস ছেড়েছে। আজ থেকে সেনা বাহিনী ক্ষমতা নিয়েছে।পেট্রাপোল সীমান্ত লাইন দিয়ে তিন দিন ধরে মাছের গাড়ি দাঁড়িয়ে আছে। বিকেলের খবর শেখ হাসিনাকে ব্রিটেন সরকার ভিসা দিতে রাজি হচ্ছে না।মন্ডপে দুর্গা মূর্তি ভাঙ্গার ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে হিন্দুদের উত্তেজিত করা হচ্ছে বিশ্বে এই ঘটনার।কোন নিন্দা নেই পশ্চিমবঙ্গ সরকার চুপ।প্রতিবেশী রাজ্যে হিন্দুদের উপর অত্যাচার চলছে। কোন হিন্দু সংগঠন প্রতিবাদে এগিয়ে আসছে না।বড় লজ্জা পরিতাপের কথা। অসমের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলদেশে হিন্দু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন সীমান্ত রক্ষা করতেই হবে।
কোন মন্তব্য নেই