কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ ডাক্তার প্রাণ দিল বিচার পেলো না
নয়া ঠাহর ,কোলকাতা :২০ দিন হয়ে গেল কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের কৃতি ডাক্তারি পড়ুয়া প্রাণ দিলেন বিচার পেলেন না।ডাক্তারের মা বাবাকে আত্ম হত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল।হাসপাতালের সুপার সন্দীপ ঘোষ কে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন।লাশের ব্যবসা থেকে ডাক্তারি পড়ুয়া দের মোটা অঙ্কের বিনিময়ে পাশ ফেল করানো সব দূর্নীতি তে জড়িত।অথচ আজও গ্রেফতার করা হলনা।তৃনমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এমন বিস্ফোরক ভাষণ দিলেন।পরিস্থিতি ঘোরালো হয়ে উঠল। জুনিয়র ডাক্তার থেকে শুরু করে প্রতিবেশী রাজ্যে গুলি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।বিরোধী ইন্ডিয়া জোটের নেত্রী র ভাষণ শুনে অসম , ঝাড়খণ্ড ইত্যাদি রাজ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জুনিয়র ডাক্তার হত্যা ধর্ষণ ঘটনা তে শুধু পুলিশ সঞ্জয় রায় নয় একাধিক ব্যক্তি জড়িত বলে নানা ভিডিও বাজারে চলছে। এখনো প্রকৃত অপরাধী অধরা।মৃতার মা বাবা প্রশ্ন তুলেছেন আর কতদিন বিচারের জন্যে বসে থাকতে হবে? সিবিআই কি ব্যর্থ হল? মমতা আগামী শুক্র বার থেকে ব্লকে ব্লুকে ফাঁসি দাবি করে ধর্না দেবার জন্যে ছাত্র সমাজ কে ডাক দেন। এত দিন বাদ দেশের রাষ্ট্রপতি ধ্রুপদী মুর্ম কলকাতার ধর্ষণ ঘটনা তীব্র নিন্দা করেন।অসমের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী কে লক্ষ্য করে বলেছেন অসম কে লাল চোখ দেখাবেন না।
কোন মন্তব্য নেই