সিভিক পুলিশের বেতন বেড়ে গেল
অভিযোগ বিস্তর এলাকায় যেন সিভিক-ই পুলিশ
হেলমেটহীন মোটর বাইক আরোহীদের সিগন্যাল ভাঙলে টাকা তোলার ঘটনায় আকছার সিভিক ভলান্টিয়ারদের জড়িয়ে দেখা গিয়েছে সাম্প্রতিক কালে। কোনও রকম চালান ছাড়াই অনেক সিভিক রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলেন বলে অভিযোগ।
কিছু ক্ষেত্রে জুয়া মদের ঠেক থেকে টাকা তোলার অভিযোগও রয়েছে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে। পুলিশ আধিকারিকদের এ সব অজানা নয়। তবে অনেক সিভিক ভলান্টিয়ারই তাঁদের স্মেহধন্য হওয়ার সাত খুন মাফ হয়ে যায় বলেও সাধারণত মানুষের অভিযোগ। বিভিন্ন সংবাদ সূত্র এই অভিযোগ করেছে।
সমস্যার শিকড় আরও গভীরে। দক্ষিণ ২৪ পরগনা জেলার এক পুলিশ আধিকারিক বলেন সমস্যাটা হচ্ছে, ওঁদের কোনও প্রশিক্ষণ নেই। এ দিকে ওঁদের অনেক সময়ে তদন্তের কাজে ব্যবহার করা হয়। ফলে কিছু ক্ষেত্রে পুলিশের গোপনীয়তা ওঁরা ফাঁস করে ফেলেন। আসামিকে ধরতে যাওয়ার আগে কোনও কোনও সিভিক ভলেন্টিয়ার পরিবারের কাছে টাকা নিয়ে আগাত খবর পৌঁছে দেয় বলেও শুনেছি। পুলিশের কাছে এতে সমস্যা হয়।
ক্যানিঁ বসন্তী গোসাবার নানা এলাকাতেও সিভিক ভলেন্টিয়ারদের যথেষ্ট দাদাগিরি লক্ষ্য করা যায় বলে জানালেন স্থানীয় মানুষ। বিশেষ করে রাস্তায় গাড়ি ধরে তোলাবাজির অনেক অভিযোগ রয়েছে। রাত আড়ালে এই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের দাপট আরও বাড়ে বলে জানালেন মালবাহী ট্রাক, লরির চালক-খালাসিরা। এঁদেরকে সামনে রেখে থানায় অফিসাররাই তোলাবাজি চালান বলেও অভিযোগ নতুন নয়। (সংগৃহিত)
কোন মন্তব্য নেই