Header Ads

টলিপাড়ায় প্রতিরোধ

টলিপাড়ায় প্রতিরোধ
কাজের জায়গায় যৌন হেনস্থার শিকার যাতে না হতে হয় আর তার জন্য সঙ্ঘবদ্ধ ভাবে পদক্ষেপ করল টালিগঞ্জ স্টুডিয়োপাড়ার নারীরা। উইমেন'স ফোরাম ফর স্ত্রিন ওয়ার্কার্স নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে, যেখানে রয়েছেন বাংলা উন্ডাষ্ট্রির অভিনেত্রী থেকে পরিচালক প্রযোজক কলাকুশলীর অনেকেই। টেলি অ্যকাডেমি ইম্পা ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম ফেডারেশন অব সিনে ওয়ার্কার্স অ্যন্ড টেকনিশিয়ান অব ইস্টার্ন ইন্ডিয়া এই সংস্থাগুলির কাছে একটি চিঠি দেওয়া হয়েছে। কিছু ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সেই চিঠিতে কয়েকটি আর্জি রেখেছে উইমেন'স ফোরাম যাতে কাজের জায়গায় তাদের সম্মান সুরক্ষা বজায় থাকে।
    আর জি করের ঘটনা বৃহত্তর আন্দোলনে জন্ম দিয়েছে। সম্প্রতি নাগরিকদের মিছিলে মোমবাতি হাতে হাঁটাতে দেখা গিয়েছে টলিউডের এমন কয়েক জনের যাঁদের বিরুদ্ধে যৌন হেনস্থার একাধিক অভিযোগ রয়েছে। সমাজমাধ্যমে এ নিয়ে ক্ষোভপ্রকাশে পড়ে এ বার আইনি উপায়ে এর বিরুদ্ধে লড়াই নেমেছেন ইন্ডাষ্ট্রির মহিলা শিল্পীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.