Header Ads

পবিত্র তীর্থক্ষেত্র কেদার নাথ কেরালার , ওয়েনেড ,কুলু মানালি , মান্ডি, সর্বত্র পাহাড়ে ধস মেঘ ভাঙা বৃষ্টি

নয়া ঠাহর , কান্দি জেল রোড: উত্তরা খন্ড।হিমাচল প্রদেশ সিমলা কুলু ,মানালি,  রুদ্র প্রয়াগ, মান্ডি, সিকিম  ,অরুণাচল প্রদেশ , মিজোরাম    অসম  পশ্চিম বঙ্গ ,ইত্যাদি কেদার থেকে কেরল  দেশের উত্তর  থেকে দক্ষিণ সবর্ত্র ধস সর্বত্র প্রকৃতি বিরূপ আচরণ করছে l সর্বত্র  ব্যাপক হারে সবুজ ধংস। বিনা প্রকল্প রেল লাইন ,সেতু, টানেল, বহুতল ভবন  নির্মাণ চলছে।  জঙ্গল, পাহাড় নদ নদীর সব ধংস ,বেপরোয়া ভাবে জঙ্গল ধংস নদীগুলি থেকে ব্যাপক হারে বালি তোলা পাহাড় কেটে পাথর মাটি সংগ্রহ   তারই করুণ পরিণতি লাগাতার  মেঘ ভাঙা বৃষ্টি  নদী বাঁধে ভাঙন , বহু জনপদ অঞ্চল ভাসিয়ে দিচ্ছে   ব্যাপক ধংস চলছেই। প্রবল বর্ষনে দশ রাজ্যে প্রকৃতি বিরূপ। প্রতিশোধ নিতে শুরু করেছে।কেন্দ্র সরকার আগেই কেরল কে সতর্ক করে দিয়েছিল বলে স্বরাষ্ট্র মন্ত্রী দাবী করেন। কেরলে মৃত্যু মিছিল চলছে।নিহত ৩০০ কাছাকাছি। কেন্দ্রের বিজেপি সরকার দেশ গড়তে গিয়ে দেশের প্রকৃতি পরিবেশ কে উপেক্ষা করছে।বৃক্ষ রোপন গুরুত্ত পাচ্ছে না।টানেল সেতু রেল লাইন ,বিদ্যুত কেন্দ্রে গড়ছে পাহারে।ফলে ব্যাপক ধস নামছে।প্রাণহানি ঘটছে।মোদী সরকার নেতাজি সুভাষ চন্দ্রের হাতে গড়া পঞ্চ বার্ষিক পরিকল্পনা বাতিল করে  দিয়েছেন। রেল বাজেট নেই    ।রুদ্র প্রয়াগ এ ধ্বসে হাজার মানুষ আটকে পড়েছে।মেঘ ভাঙ্গা বৃষ্টির ফলে মান্ডি   এ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।সিকিম বঙ্গে ব্যাপক ধ্বস।লাগাতার বৃষ্টি হচ্ছে।মন্দাকিনী প্লাবিত বহু পর্যটক আটকা পড়ে গেছেন।মেঘ ভাঙ্গা বৃষ্টি চলছে কেদারনাথ মন্দির সংলগ্ন অঞ্চলে।






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.