Header Ads

শিলং এর ব্রুকসায়েড আজ রবীন্দ্র তিরোধান দিবস স্মরণ

 অমল গুপ্ত ,কোলকাতা , যে কবিগুরুকে বাংলদেশে অসম্মান করছে তার মূর্তি গুড়িয়ে দিচ্ছে সেখানে আজ মেঘা লয়ের  শৈল নগরী শিলং এর ব্রুক সায়েদ   কবির   স্মরণ উৎসব হল। এই স্থলে  কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুর  বেশ কিছুদিন অতিবাহিত করেছিলেন। সেই কবি র ৮৩ তম  মৃত্যুবার্ষিকী   উদযাপন করা হয়।১৯১৯ সালে কবিগুরু তিন  সপ্তাহ শিলং এ কাটিয়েছিলেন বলে রবীন্দ্র প্রেমী দের পক্ষে সাহিত্যিক  মালবিকা বিশারদ জানান। অপরাহ্নে রবীন্দ্র স্মৃতি স্মরণ উৎসব পালন করা হবে। 
বিশ্বকবির কোনো সীমানা ছিল না সারা বিশ্বে রবীন্দ্র স্মরণ করা হয়।বাংলাদেশের কুষ্টিয়া সহ বহু এলাকাতে বাংলাদেশে কবিগুরু স্মৃতি ছড়িয়ে আছে।সেই বাংলাদেশে একদল দুষ্কৃতী  বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তি ভাঙ্গা   শুরু করেছে। জাতীয় সঙ্গীত  প্রণেতা কবিগুরুকে ছাড়লেন না। শিলং এর স্মরণ সভায়  বাংলাদেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলদেশে হিন্দু নির্যাতনের নিন্দা  করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.