Header Ads

অসমে ২৭,হাজার কোটি টাকার সেমি কন্ডাক্টার শিল্প স্থাপনের ভূমি পুজো অনুষ্ঠিত হল

নয়া ঠাহর ,গুয়াহাটি :অসমের ৫১৭ বিঘা জমিতে টাটা গোষ্ঠীর সেমি কন্ডাক্টার শিল্পের ভূমি পুজো অনুষ্ঠিত হল। একহাজার  যুবতী কে প্রশিক্ষণের জন্যে বাইরে পাঠানো হবে।এই প্রকল্প বাস্তবায়িত হলে লক্ষাধিক যুবক যুবতীর কর্মসংস্থানের  ব্যবস্থা হবে। টাটা গোষ্ঠীর হোটেল ম্যানেজমেন্ট সঙ্গে আজ অসম সরকারের এক চুক্তি সম্পাদন করা হয়। টাটাগ্রূপের  চেয়ারম্যান সি এম চন্দ্র শেখরের উপস্থিতিতে জাগি রোডের পেপার মিলের স্থল  সেমি কন্ডাক্টার  শিল্প ছাড়াও কজিরাঙা রাষ্ট্রীয় উদ্যানে টাটা গোষ্ঠীর উদ্যোগে এক পাঁচ তারকা বিশিষ্ট হোটেল গড়া  হবে।  মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন আজ অসমের এক  ঐতিহাসিক দিন। কর্ম সংস্থানের ক্ষেত্রে অসমের যুবক যুবতীরা উপকৃত হবে। ২০২৬ সাল থেকে শিল্প টি উৎপাদন শুরু করবে।বরাকের পাঁচ গ্রাম  বন্ধ পেপার মিল টি গোলাঘাটের নামলিগার রিফাইনারি কোম্পানির সঙ্গে সমঝোতা করা হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.