জঙ্গল এলাকায় ম্যালেরিয়া রোগ ছড়াচ্ছে
প্রত্যন্ত এলাকায় বাড়ছে জঙ্গল ম্যালেরিয়া
চলতি বছরে ঝাড়গ্রাম জেলায় চিন্তা বাড়াচ্ছে ম্যালেরিয়া।
বিশেষ করে বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকা আমলাশোর, আমঝর্ণা ও কাঁকড়াঝোড় এলাকায় দ্রুত বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত মঙ্গলমহলের জেলা ঝাড়গ্রামে ১১৯ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। যদিও মৃত্যুর খবর নেই। আক্রান্তদের মধ্যে ৮৬ জনই বেলপাহাড়ি ব্লকের।কাঁকড়াজোড় আমলাশোল ও আমঝর্ণা গ্রামের ম্যালেরিয়া আক্রান্ত বেশি। এই গ্রামগুলির বাসিন্দাদের বেশিরভাগই জঙ্গলের ওপর বেশি নির্ভরশীল। মনে করা হচ্ছে জঙ্গলে গিয়েই ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। স্বাস্থ্য দফতরের এক আধিকারী জানান বেলপাহাড়ির জঙ্গলের আবহাওয়ায় ম্যালেরিয়ার বাহক মশার বংশবৃদ্ধি বেশি হয়। এই ধরনের ম্যালেরিয়াকে মঙ্গল ম্যালেরিয়া বলা হয়।
কোন মন্তব্য নেই