Header Ads

আর জি কর হাসপাতালে প্রতিবাদ কারীদের বিক্ষোভ মিছিল ভেস্তে দিল মস্তান বাহিনী

অমল গুপ্ত ,কোলকাতা:দেশ কাঁপানো ধর্ষণ হত্যার ঘটনা প্রমাণ লোপাটের জন্যে ,মহিলাদের রাত দখলের কর্মসূচি ভেস্তে দেওয়ার লক্ষ্যে  কলকাতার  স্থানীয় যুবকদের গুণ্ডা বাহিনী রাত ১২ টা নাগাদ আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল ঢুকে ইমারজেন্সি সহ সব ভেঙে  তাছ নচ করে দেয়। সিপিএম  এর যুব সংগঠন প্রধান মীনাক্ষী মুখার্জী অভিযোগ করেন তৃনমূল কংগ্রেস এই তাণ্ডব  চালিয়েছে।কোলকাতা সহ রাজ্যের সব জেলার হাজার লাখ মহিলা পথে নামেন হাতে মোমবাতি ,বাজান শঙ্খ।অভূতপূর্ব বিরল দৃষ্টান্ত স্থাপন করেন।  আর জি করে এত বড় ঘটনা ঘটে গেল তার ঘণ্টা খেনেক পর পুলিশ আসে বলে  অভিযোগ।৭৮তম স্বাধীনতা দিবসে ভোর রাতে বাংলাকে কলঙ্কিত করা হল।নারী সুরক্ষার দাবিতে হাজার লাখ মহিলা যখন মঙ্গল শঙ্খ বাজিয়ে  হাতে মোমবাতি নিয়ে পথে নেমে স্বাধীনতা দিবসের প্রাক রাতে পথে নেমে ধর্ষণ হত্যার প্রতিবাদ করছিলেন।তখন শতাধিক যুবক হাতে লাঠি নিয়ে আক্রমণ  হানে তখন পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ এসেছে। অভিষেক ব্যানার্জী দুঘন্টা মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার দাবি জানান।   আজ ১৫ আগস্ট সকালে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি লাল কিল্লা তে জাতীয় পতাকা উত্তোলন করেন। গতকালের ভয়ংকর ঘটনার কয়েক ঘণ্টা বাদ।দেশ বাসী ৭৮তম স্বাধীনতা দিবস পালন করে।  আর জি কর যে  সেমিনার হলে সিবিআই নথি পত্র সংগ্রহ করেছিলেন। সেই ঘর দুষ্কৃতীরা ভেঙে দিয়েছে।এই ঘরে  ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়।কলকাতার পুলিশ কলকাতাতে ভয়ে লুকুচ্ছে এমন ঘটনা এই প্রথম। এখন ও দুষ্কৃতীদের পুলিশ ধরতে পারেনি।  রিপাবলিক বাংলা  চ্যানেল প্রশ্ন তুলেছে কলকাতা শহর না প্যালেস্টাইন ছিল। বিক্ষোভ কারীরা ও বিচার চাইছিলেন।কোলকাতা পুলিশ সুপার সব ঘটনার জন্যে সংবাদ মাধ্যম কে দোষারোপ করেন।




























কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.