১১ আগস্ট আমেরিকার শিকাগো শহরে স্বাধীনতা দিবস উদযাপন
নয়া ঠাহর, কলকাতা: আমেরিকা তে ১৫আগস্ট ছুটি থাকার জন্যে ১১ আগস্ট আমেরিকার শিকাগো শহরে প্রবাসী অসমীয়া সমাজ ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন করে।এই দিবস উপলক্ষে অসমের পরম্পরাগত বিহু নৃত্য ,ভূপেন হাজারিকার সঙ্গীত শোভা যাত্রার আয়োজন করা হয়েছিল।এবার স্বাধীনতা দিবসে অসমের দু ছাত্র কে দিল্লিতে আমন্ত্রণ জানানো হয়েছে।সরঙ দত্ত ও ছাত্রী তারা দেওরী উপস্থিত থাকবেন।
কোন মন্তব্য নেই