Header Ads

তিনি দলের সবার সঙ্গে খেতেন

দলের কর্মীদের সঙ্গে মতো মিশতেন খাওয়াদাওয়া করতেন 

রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথ্য সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফের প্রতিষ্ঠাতা রাজ্য সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্য আর যে নেই সেটাই ভাবতে পারছেন না কান্দির প্রবীণ সিপিএম নেতারা। তাঁদের কথায় বুদ্ধদেব রাজাদের শহর কান্দি এলাকায় সিপিএমের সংগঠন মজবুত করার জনা বার বার কান্দিতে এসেছেন। তখন বুদ্ধদেব দলীয় কর্মীদের সঙ্গে বন্ধর মতো মেলামেশা করতেন এক সঙ্গে বসে হইচই করে খাওয়াদাওয়া করতেন বলে দাবি প্রবীন নেতাদের। 
    ১৯৭৮ সালের ভয়াবহ বন্যার পরে মন্ত্রী হওয়ার পরে প্রথম কান্দিতে এসেছিলেন। সেই সময় তিনি ছিলেন রাজ্যের তথা ও সংস্কৃতি দফতরের মন্ত্রী। যদিও মন্ত্রী হওয়ার আগে কংগ্রেসের শাসন কালে কান্দি বহরমপুরে  মাঝেমধ্যেই বুদ্ধদেব আসতেন বলে দাবি করে কান্দির প্রবীণ নেতাদের। তাঁরা বলছেন কখনও রুদ্ধদ্বার বৈঠক করেছেন কখনও আবার দলীয় কর্মীদের নিয়ে সভা করেছিন। সভা শেষ করেন তিনি কান্দি ছেড়ে চলে যেতেন না। কর্মীদের সঙ্গে গল্প করতেন। কান্দি পুরসভা সংলগ্ন হ্যালিফক্স ময়দানে বেশ কয়েক বার সভা করেছেন। সভা করেছেন জেলা পরিষদের ময়দানে শহরের বাইরে চিত্রা সিনেমা হলে সভা করেন বলেও সিপিএম নেতৃত্বের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.