অসমে অসমীয়া ,হিন্দু জনগোষ্ঠী একত্রিত না হলে বাংলাদেশের মত পরিস্থিতিতে পড়তে হবে মুখ্যমন্ত্রী র সতর্ক বার্তা
অমল গুপ্ত, গুয়াহাটি ,কোলকাতা;অসমের বহু জেলা মুসলিম প্রধান, সরকারের যথোপযুক্ত পদক্ষেপের ফলে হিন্দুরা সুরক্ষিত আছে। বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিতে অসম সরকার চিন্তিত উদ্বিগ্ন। এই জটিল সাম্প্রদায়িক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৯ আগস্ট গুয়াহাটি কেন্দ্রিক এক টিভি চেনেল কে সতর্ক বার্তা দিয়ে বলেন বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অসম সরকার চিন্তিত ,এই প্রেক্ষাপটে অসমের হিন্দু জনগোষ্ঠী র সঙ্গে অসমীয়া জনগোষ্ঠী মিলে গিয়ে একত্রিত না হয় তবে অদুর ভবিষ্যত অসমের অসমের অস্বিত্ব বিপন্ন হয়ে পড়বে । অসম বাংলাদেশে পরিনত হবে।। মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সতর্ক বার্তা দিয়ে বলেন হাতে সময় নেই। বলেন অসমীয়া সাহিত্য, সংস্কৃতি ভাষার প্রতি অন্ অসমীয়া দের আকর্ষিত করতে হবে। তবেই অসম কে বাঁচানো হবে।বলেন ধুবড়ী, মারি গাওঁ জেলাতে হিন্দুরা সংখ্যালঘু জনগোষ্ঠীতে পরিনত হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী আশঙ্খা প্রকাশ করে বলেন ২০৪০ পর অসমে অসমীয়া সংখ্যালঘু জনগোষ্ঠীতে পরিনত হবে। বাংলদেশে পরিনত হবে। মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন আগে সংবিধান সভার ৯০ শতাংশ সদস্য হিন্দু জনগোষ্ঠীর ছিল ,সেই সব সদস্য নানাভাবে সাম্প্রদায়িক সংঘর্ষের ফলে অত্যাচারিত হলেও নিজেদের মান মর্যাদা সম্মান রক্ষা করে আবেগিক না হয় ভারতের ধর্ম নিরপেক্ষ চরিত্র অক্ষুন্ন রেখে গেছেন। হিমন্ত বলেন বাংলাদেশ হিন্দু নির্যাতন নিয়ে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস দল নীরব । কেন।মুসলিম ভোট হারাবে বলে?
কোন মন্তব্য নেই