প্রাক স্বাধীনতা রাতে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজ্যের অর্ধাকাশ রাত জাগবে পথে নামবে
অমল গুপ্ত ,কোলকাতা : কোলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে সেমিনার হলে এক ডাক্তার কে গভীর রাতে ধর্ষণ ও নির্মম ভাবে হত্যা করে।দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। কলকাতা হাইকোর্ট সিবিআই নির্দেশ দেওয়ার পর আজ সকাল থেকে সিবিআই তদন্ত শুরু করেছে। চেষ্ট বিভাগের সেমিনার হল যেখানে কোনো সি সি ক্যামেরা ছিল না। ভোর রাতে চিকিৎসক জুনিয়র ডাক্তার কে প্রায় অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়। আগামী ডিসেম্বর মাসে বিয়ের ঠিক ছিল। সঞ্জয় রায় নামে এক সিভিল পুলিশ কে পুলিশ গ্রেফতার করেছে।এই ঘটনার প্রতিবাদে সারা দেশ প্রতিবাদে ঝড় উঠেছে।স্বাধীনতা দিবসের প্রাক রাতে অর্ধেকাশ রাত জাগবে। রাত দখল করবে।রাত ১১-৫৫মিনিটে মেয়েরা রাত দখল করবে। কোনো দলে পতাকা থাকবে না, রাজনৈতিক দল থাকবে না। বাংলার মহিলারা সুরক্ষিত নয়। প্রতিবাদে মহিলারা পথে নামবে ব্যাঙ্গালুরু হায়দরাবাদ ,মুম্বই দিল্লী তে ও মহিলারা পথে নেমে প্রতিবাদ করবে।আগামী কাল দেশে ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে।দেশের মহিলাদের জীবন জীবিকার নিরাপত্তা আজও ৭৫বছর পর সুনিশ্চিত হল না। রাতের দিল্লী নিরাপদ নয়। বিজেপি সরকার মহিলাদের নিরাপত্তা দিতে পারেনি। থার্ড ফ্লোরে সেমিনার হলে এই ডাক্তারকে নৃশংস ভাবে হত্যা করে। তৃনমূল দলের মুখপাত্র চিকিৎসক শান্তনু সেন নিজে সরকারকে বাঁচানোর বদলে অভিযোগ করেন দেশে আর জি করের স্থান আজ ৫০এর তলে গিয়ে রসাতলে গিয়েছে। তাঁর মেয়েকে অপদস্ত করা হয়েছে। এই আন্দোলনের প্রতীক হাত দিয়ে চাঁদ ধরছে। হাতের মুঠো দিয়ে চাঁদ ধরছে প্রতীক রাজনীতিক দলের বাইরে মহিলাদের রাত দখলের ডাক দেশে বিরল উদাহরণ তুলে ধরবে।দেশের কোনো রাজনৈতিক দল মহিলাদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি। একইপ্রতিবাদে বিজেপি কংগ্রেস কলকাতা মিছিল করে। প্রাক্তন বিরোধী নেতা অধীর চৌধুরী অভিযোগ করেন রাজ্যে মহিলাদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। এই রাতে পথ দখলের আন্দোলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায়কে অংশগ্রহণের অনুরোধ জানান অধীর চৌধুরী।সিপিএম দল ও পথে নামে। বিকাশ ভট্টাচার্য অভিযোগ করেন যে ঘরে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়।সেই সেমিনার হল ভেঙে চেহারা পাল্টানোর চেষ্টা হচ্ছে।সিবিআই কে বিষয়টি নিয়ে তদন্ত করা উচিত। প্রমাণ লোপাটের সব চেষ্টা হচ্ছে। আজ তৃনমূল ও পথে নামে পুরোনো এক ঘটনা কে নিয়ে প্রতিবাদে সরব।যাদবপুরে ,একাডেমি, কলেজ স্ট্রীট এই তিন জায়গাতে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। গভীর রাতেও মেট্রো চলবে।এবিপি আনন্দ ও রাতে প্রোগ্রামে থাকবে বলে জানা গেছে।মূলত কলকাতা রাত জাগবে।রাজ্যের বুদ্ধি জীবি রা তৃণমুলের ভয়ে মুখ খোলেন না। তারা পথ দখল এ থাকবেন না।বলে বিরোধীদের অভিমত তাদের মতে
লক্ষ্মীভাতা পাওয়া লক্ষ্মীরাও রাত জাগা মেগা প্রোগ্রামে থাকবেন না।
কোন মন্তব্য নেই