Header Ads

অসমে ১২ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে আজ ৪০ শতাংশ মুসলিম জনগোষ্ঠী উদ্বেগের বিষয়

নয়া ঠাহর ,গুয়াহাটি অসমে হিন্দু জনগোষ্ঠী সংখ্যালঘু তে পরিনত হয়েছে।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উদ্বেগের সঙ্গে বলেন অসমে ১২,শতাংশ থেকে বেড়ে আজ ৪০ শতাংশ এ দাঁড়িয়েছে। বাংলাদেশ থেকে বে আইনি ভাবে অসমে প্রবেশ করে সরকারি নথিপত্র তৈরি করে নানা অপরাধ জনিত কাজে লিপ্ত হয়েছে।এই অভিযোগ করেন মূখ্যমন্ত্রী।  এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ মর্মে অসমের বাঙালি হিন্দু  উদ্বাস্তু দের যাতে ডি ভোটার বানানো না যায়  টা নিশ্চিত করার জন্যে সব ব ব্যাবস্থা করেছে।অপরদিকে নাগরিকত্ব সংশোধনী আইন টি যথাযথ বাস্তবায়ন করার সব  চেষ্টা অব্যাহত রেখেছে সরকার।বাংলাদেশ , পাকিস্তান ,থেকে  অত্যাচারিত হয়ে এদেশে আসা হিন্দু ,জৈন ,বৌদ্ধ  খ্রিস্টান  সহ ৬জনগোষ্ঠীর এদেশে নাগরিকত্ব সুনিশ্চিত করবে সরকার।  উল্লেখ্য বাংলাদেশে ১০ শতাংশ হিন্দু হ্রাস পেয়ে ৮শতাংশ থেকে কমে গেছে।   অসমের বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠন স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ নিয়ে প্রতিবাদে ফেটে পড়েছে।










কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.