Header Ads

অর্থ মন্ত্রী নির্মলা সিতারামন তৃতীয় মোদী সরকারের ৫০লাখ কোটি টাকার পূর্ণাঙ্গ বাজেট পেশ

অমল গুপ্ত ,কোলকাতা ২২ জুলাই : তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ  ।অর্থ মন্ত্রী নির্মলা  সীতা রামন সাতবার বাজেট পেশ করে রেকর্ড গড়লেন। দেশের নিম্ন ,মধ্য বিত্ত শ্রেনী কে স্বস্তি দিতে পারবেন কি।  গতকাল আর্থিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে বিশ্বের মধ্যে  দেশ  অর্থনীতি তে এগিয়ে। রেল বাজেট তুলে দেওয়া হয়েছে। রেলে ৭৫হাজার পদ খালি আছে। রেলের পরিষেবা   জিরো। প্রতিদিন   দুর্ঘটনা  ,নেতাজি র সৃষ্টি পরিকল্পনা কমিশন তুলে দেওয়া হয়েছে। বদলে নীতি   আয়োগ বড়ই দুর্বল। সর্বভারতীয় নিট পরীক্ষা তে ও দূর্নীতি।  ২৪লাখ ছাত্রের ভবিষ্যত অন্ধকার।দেশের  কয়েক হাজার শিল্পপতি কোটি কোটি টাকা লুট করে বিদেশ  পালিয়েছে  বিজেপি সরকার কিছুই করতে পারেনি। মোদির বন্ধু আম্বানি পরিবারে ৫,লাখ টাকা ব্যয় করা বিলাসি বিবাহ  সম্পন্ন হল।যে দেশে ২৭লাখ মানুষ দরিদ্র সীমার তলে বাস করে। সাধারণ মানুষ  আলু  শাক সবজি, ঔষধ পত্র দাম  বহুগুণ বেড়ে গেছে।  ৬০ বছরের উর্দ্ধে বয়স্ক মানুষের জন্যে বিজেপি  সরকার কিছুই করছে না।সিনিয়র সিটিজেন দের উপেক্ষা করছে বিজেপি। রেলের    কন সেসন বাতিল। জীবন দায়ী ঔষধ তে জি এস টি লাগিয়ে দেওয়া  হয়েছে।  নির্বাচনী বন্ড a ঔষধ কোম্পানী কোটি কোটি টাকা চাঁদা দিয়েছে।বদলে ঔষধ এর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।বিজেপি ঘোষণা আর বাস্তবের মিল নেই। মিথ্যা আশ্বাস দেয়  দেশে কৃষক আন্দোলন করতে গিয়ে ৭০০ কৃষক প্রাণ দিয়েছেন।   দেশের সেনাদের   চার বছর চুক্তি  চুক্তি  চাকরী নিরাপত্তা নেই।অর্থ মন্ত্রী সীতা রামন রাষ্ট্রপতি ভবনে গিয়ে  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু র হাত থেকে মিষ্টি খেয়ে বাজেট পেশ করেন। নতুন সংসদ ভবনে অর্থ মন্ত্রী বেলা ১১টাই বাজেট পেশ করেন  তান  জিনিয়ার  প্রতিনিধি র উপস্থিত ছিলেন। অর্থ মন্ত্রী ট্যাবলেট  বাজেট পেশ করেন।  বলেন প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা ৮০কোটি মানুষ উপকৃত হবে। প্রধানমন্ত্রী গরীব অন্ন  যোজনা ৫বছর বৃদ্ধি । প্রধানমন্ত্রী  আবাস যোজনা আরো তিন কোটি আবাস নির্মাণ করা হবে।গ্রাম উন্নয়নে ২৬৬,লাখ কোটি বরাদ্দ করা হয়েছে। মহিলাদের দক্ষতা বাড়াতে তিন লাখ কোটি বরাদ্দ করা হয়েছে। বিহার, উড়িষ্যা , পশ্চিমবঙ্গ ,
অন্ধ্র প্রদেশ রাজ্যের উন্নয়নে বিশেষ দৃষ্টি দেওয়া হবে। অসমের নাম নেই। অন্ধ্রপ্রদেশে কে হবে ১৫হাজার কোটি টাকার  আর্থিক পাকেজ দেওয়া  হবে। বিহার কে ২১হাজার কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট অনুমোদন করা হয়। তাছাড়া বিমান বন্দর মেডিক্যাল কলেজ বরাদ্দ করা হবে।বিহারে হাই ওয়ে জন্যে ২৬ হাজার কোটি বরাদ্দ ।অসমের বন্যায় কেন্দ্রে সাহার্য্য করবে  টাকা বরাদ্দ করা হয়নি। বিহার অন্ধ্র প্রদেশ   কে সোশ্যাল আর্থিক পাকেজ দেওয়া হবে। কলকাতা অমৃত সর ইন্ডাস্ট্রিয়াল করিডোর নির্মাণ হবে।  বিহারের নীতিশ কুমার  অন্ধ্র প্রদেশের নাইডু নির্ভর বাজেট দুই রাজ্যে ঢালাও আর্থিক সাহার্য্য দেওয়া হয়েছে। বিহার কে বন্যা নিয়ন্ত্রণ সাড়ে এগার হাজার কোটি টাকা বরাদ্দ ,অসম বাংলা কে বাদ দেওয়া হয়েছে।  দাম কমছে মোবাইল ফোন চার্জার দাম কমলো।  সৌর বিদ্যুৎ সামগ্রী দাম কমেছে। ক্যান্সার রোগীদের বিদেশি ঔষধ আমদানি শুল্ক বাতিল। প্লাস্টিক জাত সামগ্রীর দাম বৃদ্ধি।
দাম কমছে সোনা রূপা , সস্তা হবে লিথিয়াম ব্যাটারি এক্সরে মেশিন। আয়কর  বদল হবে না।  টি ডি এস সময়মত জমা না দেওয়া অপরাধ হবে না।জম্মু কাশ্মীর পৃথক ভাবে বেজেট পেশ করা হল।বছরে তিন লাখ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে না। রাহুল গান্ধী বলেন চুক্তি ভিত্তিক চাকরী বাঁচানোর সরকার। এই বাজেট কে জনবিরোধী বলে আখ্যা দিলেন মমতা 
 






N

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.