Header Ads

বৃক্ষ রোপন নয় পরিচর্যা করতে হবে

শুধু রোপণ নয় গাছের পরিচর্যাও করতে হবে 


৫ জুন গিয়েছে বিশ্ব পরিবেশ দিবস। তার পরে জুলাইয়ের ১৪ - ২০ তারিখ পর্যন্ত রাজ্য সরকারের উদ্যোগে বন মহোৎসব শুরু হয়েছে।  পরিবেশ দিবস উপলক্ষে যেমন বিভিন্ন সংস্থকে গাছ লাগাতে দেখা গিয়েছে তেমনই বন মহোৎসবের সময় ও সরকারের বেসরকারি নানা সংস্থা গাছ লাগাতে এগিয়ে এসেছে। কোথাও স্বেচ্ছাসেবী সংস্থা  রাস্তার ধারে গাছ লাগাচ্ছে। কোথাওবা  গাছ লাগানোর জন্য চারাগাছ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। বোন মহোৎসব উপলক্ষে নদিয়া -মুর্শিদাবাদ বন বিভাগের পক্ষ থেকে জেলা জুড়ে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে। স্বেচ্ছাসেবী সংস্থা সরকারি আধিকারী থেকে শুরু করে সাধারণ মানুষ সেই সব চারাগাছ লাগাচ্ছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.