বাংলাদেশের বন্দর শহর চট্টগ্রাম রথ এ জমজমাট মেলা
অমল গুপ্ত ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ: সালটা ভুলে যায়নি২০০২, আজ দু দশক অতিক্রান্ত , বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক সৌরভ হাসান ত্রিপুরার বাংলা দৈনিক দৈনিক সাংবাদ এর কলম লেখক আমিও দৈনিক সংবাদ গুয়াহাটি করেসপন্ডেন্ট সেই সূত্রে পরিচয় , সেই সাংবাদিকের উদ্যোগে সেই প্রথম পাসোপোর্ট প্রথম সফর বাংলাদেশ। রথের দিন চট্টগ্রাম বন্দর শহর এক সংবাদ পত্রের অফিসের সাংবাদিকদের সঙ্গে দুদিন কাটালাম সঙ্গে প্রয়াত পত্নী সান্তনা ছিল।রথের দিন মেলাতে ঘুরলাম সেই একই জিলিবি ,পাপর ভাজা র গন্ধ স্থানীয় মিষ্টি নাগর দৌলা সবই বাংলার গ্রামের মত তবে রাধারাণী কে পায়নি । সন্ধ্যা নাগাদ আলো আঁধারি পথে দুই যুবক এগিয়ে এসে জানতে চাইলেন আমি সাংবাদিক কিনা আমি কি ইন্ডিয়া থেকে এসেছি কিনা সুনিশ্চিত হয়ে কয়েকটি সাপ্তাহিক কাগজ ব্যাগ থেকে বের করে আমাকে দিলেন। দেখলাম এক বিরাট নামের তালিকা মেয়েদের নাম ঠিকানা গ্রামের নাম। বিস্ফোরক অভিযোগ একহাজার মত মেয়ে কে বাংলাদেশীরা গণধর্ষণ করে নির্মম ভাবে হত্যা করেছে। আমাকে সতর্ক করা হল ইন্ডিয়া না পৌঁছান পর্যন্ত টা যেন প্রকাশ না করি। করলে বিপদ হতে পারে।আমি তালিকা নিয়ে গুয়াহাটি চলে আসি। আজ এত দিন পর বাংলাদেশে কোনো পরিবর্তন হলনা । বাঙালি সংগঠনের নেতা গোবিন্দ প্রামাণিক এই সেই দিনও দাবী করেন ভারত বন্ধু মুজিবর রহমান থাকা সত্ত্বেও হিন্দু দের উপরে অত্যাচার কমেনি।বরঞ্চ বেড়েছে। চট্টগ্রামের সংবাদিক পরিবার আমাদের খুব যত্ন করেন সেখানকার প্রীতি সম্ভাষণ আমাদের কে মুগ্ধ করে কিন্ত হিন্দু অত্যাচার তালিকা আমাকে যন্ত্রনা দেয়।খুশি হতে পারিনি মোটেই। সেই যন্ত্রনা নিয়েই ফিরে আসি।
কোন মন্তব্য নেই