Header Ads

মুর্শিদাবাদ গঙ্গা নদীর ব্যাপক ভাঙন ও ধস

এক ঘন্টাতেই গঙ্গায় পড়ল ২৫ টি বাড়ি, কেরলে বন্যা ধ্বসে মৃত ১২২ জন

ঘন্টা খানেকের ভাঙনে শমসেরগঞ্জের নতুন শিবপুর গ্রামের অন্তত ২৫টি বাড়ি ধসে পড়ল গঙ্গায়। পাড় লাগোয়া ৪৮টি বাড়ির। লোকজন আতঙ্কে ঘর ছাড়ছে এই দিন। গ্রামের প্রাথমিক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ২০২০ সাল থেকে ভাঙন চলছে শমসেরগঞ্জে। ২০২১ সালেও ভয়ঙ্কর ভাঙ্গনের কবলে পরে নতুন শিবপুর।
  গঙ্গা ভাঙন প্রতিরোধ বিভাগের রঘুনাথগঞ্জ ডিভিশনের একজিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় সিংহ বলেন, শমসেরগঞ্জে গঙ্গার জল প্রতিদিনই কমতে কমতে সোমবার ১৯.৯০ মিটারে নেমে যায়। জল কমে যাওয়ার পাড়ের জমিতে শুয়ে থাকা জল নদীতে ফিরে যেতে চেষ্টা করে। ফলে আলগা হয়ে গেছে পাড়ের মাটি। তাতেই এই ভাঙন। জল কমতে থাকলে ভাঙন আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
    সোমবার সকাল সাড়ে ৯টা থেকে নতুন শিবপুরে হঠাৎই একের পর এক বাড়ি ভাঙ্গনের কবলে পড়ে। গঙ্গাগর্ভে পড়ে গঙ্গাপাড়ের একাধিক পাকা বাড়ি।এদিকে কেরালার ওয়েনাড  জেলা a ব্যাপক ভূমি ধস  ১২২ জন মারা যাওয়ার খবর এসেছে।অবিরাম বৃষ্টি ধসের ফলে  ১০০ জন নিখোঁজ, ১৮৬ জন আহত হয়েছেন.

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.