Header Ads

কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা চালক দায়ী নয়

কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা চালক দায়ী নয়
কলকাতা ও শিলিগুড়ি: দুর্ঘটনার পরে রেল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রাথমিক ভাবে মালগাড়ির চালকার দিনেই আঙ্গুল তুলেছিলেন। কিন্তু রাঙাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা দেওয়ার ঘটনায় রেলওয়ে সেফটি কমিশনার জনককুমার গর্গের প্রাথমিক রিপোর্টে বরং রেলের পরিচালন ব্যবস্থাকে নিশানা করে বলা হয়েছে সাম্প্রতিক অতীতে উত্তর-পূর্ব সীমান্ত রেলে ট্রেন চলাচল ব্যবস্থা যে ভাবে পরিচালিত হয়েছে তাতে এমন দুর্ঘটনা ছিল সময়ের অপেক্ষা। আর এক সপ্তাহের মধ্যে সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এখন সাধারণ বাজেটের মধ্যেই থাকে রেলবাজেট। এ বারেও একই প্রথা মানা হবে বলে মনে করা হচ্ছে। তার আগে রেলের একটি বিভাগে পরিচালন ব্যবস্থা নিয়ে এতটা কড়া কথা তাংপর্যপূর্ণ। রিপোর্টে এইটুকু বলেই থেমে থাকা হয়নি। বরং ১৭ জুনের সেই দুর্ঘটনায় কোথায় কোথায় কী কী খামতি ছিল তা-ও আলাদা করে উল্লেখ করা হয়েছে। সব শেষে পরামর্শ দেওয়া হয়েছে সংঘর্ষ রোধে যে কবচ ব্যবস্থা তৈরি করা হয়েছে তা যত দ্রুত সম্ভব চালু করা উচিত। রেল বিভাগ দুর্নীতি বিভাগ প্রত্যেক ট্রেন 
 দুর্ঘটনা র পিছনে দূর্নীতি আছে।নিরপরাধ রেল কর্মীদের অপরাধী বানানো হয়। মোদির বিলাসী ট্রেনের পাশে সাধারণ ট্রেন গুলি তে নিরাপত্তা  নেই।টয়লেট সাফ হয়না  জল থাকেনা। সংরক্ষিত কোচে বাইরের যাত্রীদের ভিড়। রাতে দরজা খোলা থাকে ।টিটি বাবুদের   চরিত্র বদল হয়নি।ঘুষ খাবেই। কাঁজ্জনজঙ্গা ট্রেনে  এক সাংবাদিকের ব্যাগ চুরি হল।কোনো খবর হলনা।ওই ট্রেনের ছাদ ফুটো হয়ে বৃষ্টির হল পড়ল। রেল কোনো ব্যাবস্থা নেয়নি। ট্রেনে সব টিকিট তাৎকাল অতিরিক্ত পয়সা লাগে।সিনিয়র সিটিজেন দে সুবিধা কেটে দেওয়া হয়েছে।অভিবাহক হীন রেল নিজস্ব বাজেট নেই।তুলে দেওয়া হল। দেশের অর্থ মন্ত্রী বাজেট পেশ করেন। গুরুত্ত পাইনা।দেশের জীবন রেখা রেল আজ ধুঁকছে। সাধারণ আমজনতা রেলে চড়তে ভয় পায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.