Header Ads

আজ উল্টারথ দিনে পুরীর সোনার ভান্ডার খোলা হবে

পুরীর রত্ন ভান্ডার খুলে কি সরাতে হবে মণিমুক্তো

মোট সম্পদের খতিয়ান 
  ৪৫৪ কি সোনার গয়না
  ১২৮৩৮ ভরি
  ২৯৩টি রুপোর গয়না 
  ২২১৫৩ ভরি।
  
ভিতর ভান্ডার 
 ৩৬৭টি সোনার গয়না 
 ৪৩৬৪ ভরি 
 ২৩১ টি রুপোর গয়না 
 ১৪৮৭৮ ভরি

বাহির ভান্ডার 
 জগন্নাথ দেবের বিভিন্ন বেশের সাজসজ্জা 
 ৭৯টি সোনার গয়না 
 ৮১৭৫ ভরি
 ৩৯টি রুপোর গয়না 
 ৪৬৭১ ভরি
 নিত্য ব্যবহার্য সোনাদানা 
 ৮ টি সোনার উপকরণ
 ২৩ টি  রুপোর উপকরণ 
 ২৮৯৩ ভরি।
 ১৪জুন ১৯৮৫ সালের পরে ১৪ ই জুলাই ২০২৪। পাক্কা ৩৯ বছর এক মাসের কালান্তরে  ফের খুলল জগন্নাথ দেবের রত্নভান্ডার।  রত্নাভান্ডারের গতনতম কুঠুরি ভিতর ভান্ডারের দরজা বলাই ভাল। আজ সোমবার পুরীতে জগন্নাথের বাহুড়া যাত্রা বা উল্টোরথের দুপুরে কার্যত ঐতিহাসিক মুহূর্ত তৈরি হল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.