Header Ads

বাঙালি র বড় উৎসব দুর্গা পুজোর প্রাক প্রস্তুতি শুরু হয়েছে

খুঁটি পূজোর মাধ্যমে শুরু হলে দূর্গাপূজার প্রস্তুতি 


রথের দিন থেকে দুর্গাপুজোর প্রস্তুতি এক প্রকার শুরু হয়ে যায়। সেই প্রস্তুতি শুরু হয় খুঁটি পূজোর মাধ্যমে। এক কথায় ওই দিন কাঠামো পুজোর মধ্যে দিয়ে শাদর উৎসবের দিন গোনা শুরু হয়ে যায়। পারিবারিক পুজো ও বারোয়ারি পুজো উভয় ক্ষেত্রেই রথের দিন বাঁশের সুযোগ বা কাঠের কাঠামো পূজো করে দুর্গাপূজার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়। সারা রাজ্যে খুঁটি পুজোর প্রচলন  বেড়েছে গত কয়েক বছরে। তার আগে কিছু পরিবার রথযাত্রায় দুর্গাপুজোর কাঠামো পূজো করে মৃংশিল্পীকে দিয়ে প্রতিমা তৈরি শুরু করাতেন। বর্তমানে বারোয়ারি পূজোতেও খুঁটি পূজোর চলন এসেছে।
    বরাবরের মতো এ বারেও জেলার অনেক বনেদি বাড়িতে রথের দিন কাঠামো পূজো হয়েছে। বহরমপুরের গিরিজা চক্রবর্তী লেনের সেন বাড়ির কাঠামো পুজো হয় মহা সমারোহে। শোনা যায় বর্গী আক্রমণের জেরে সেন পরিবারের সদস্যরা চক ইসলামপুর ছেড়ে বহরমপুরে এসেছিলে। ১৮৯৬ সালে রাধাকৃষ্ণ সেন দুর্গাপূজোর সূচনা করেন। প্রাচীন রীতি মেনে এখানে রথযাত্রার দিন কাঠামো পুজো হয়েছে। এ ছাড়া বহরমপুরের কয়েকটি স্থানে খুঁটি পুজো হয়েছে রথের দিন। রঘুনাথগঞ্জের গদাইপুরে পেটকাটি দুর্গার কাঠামো পুজো হয়েছে এই দিন। বহরমপুর, কান্দি, ডোমকল, লালবাগ, জঙ্গিপুরের অনেক জায়গায় খুঁটিপুজো হয়েছে নিয়ম মেনে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.