বানমহোৎসব লোহার বন্দে
*বন মহোৎসব পালন পাঁচগ্রাম ও লোহারবন্দে*
*সুরজিৎ দাস পাঁচগ্রাম :* আজ ৭ই, জুলাই
বন মহোৎসবের শেষ দিনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো বৃক্ষ রোপণ কার্য্য সূচি,। এই অনুষ্ঠানটি হাইলাকান্দি জেলার বন বিভাগের পাঁচগ্রাম রেঞ্জ কার্যালয় এলাকায় পালিত হয়েছে । সপ্তাহ দিনের দেওয়া কর্মসূচি রবিবার সমাপন হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে । ধলেশ্বর ভৈরবী জাতীয় সড়কের ধলেশ্বর বাইপাস রোডে সকাল থেকেই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য প্রদেশ বিজেপি যুব মোর্চার কার্যকরী সদস্য সূরজ সেন
পাঁচগ্রাম থানার ওসি বিষ্ণু বরা প্রাক্তন বনকর্তা অরিজিৎ নাথ পাঁচগ্রাম রেঞ্জ সহকারী আধিকারিক কনোজ নাথ বিট অফিসার সবিনয় দেব কাটাখাল বিট অফিসার
গোপাল দেব এ জে ওয়াই সি পি এর কর্মকর্তা দিলোয়ার হোসেন। বন কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতানা আহমেদ লস্কর বাহারুল ইসলাম লস্কর পারিজাত দে স্বপন রায়, মিহির রঞ্জন দাস আব্দুল মুকিত,শিবু নাথ প্রীতম দাস, শিশির দাস প্রমুখ । বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিজন আমন্ত্রিত অতিথি পরিবেশ বাদশাহী মো রক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। তাছাড়া, যেসব গাছ রোপন করা হচ্ছে তা সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সাথে জনতার সহযোগিতা চেয়েছেন,এই গাছগুলো সুরক্ষার স্বার্থে। হাইলাকান্দি জেলা বন আধিকারিক অখিল দত্তের নির্দেশে প্রতিটি রেঞ্জ বিট অফিস বন মহোৎসব পালিত হয়েছে ।মাটিজুরি রেঞ্জ কার্যালয়ের অধীনে লোহারবন্দ বিট অফিসে পালিত হয়েছে বনমহোৎসব। রেঞ্জ আধিকারিক নয়নমনি মালাকার ও বিট অফিসার জবান বানৈ উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ছবি- বৃক্ষরোপণ চলছে ধলেশ্বর বাইপাস রোডে।
কোন মন্তব্য নেই