Header Ads

হিন্দু রাষ্ট্র গড়ার প্রচেষ্টা রোখা গেছে বলেন অমর্ত্য সেন

হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা রোখা গিয়েছে: অমর্ত্য 

ভারত যে হিন্দু রাষ্ট্র নয় এ বারের লোকসভা ভোটে ভারতীয় ভোটারদের মধ্যে সেই মতের প্রতিফলন ঘটেছে বলে কদিন আগে দেশে পৌঁছেই মন্তব্য করেছিলেন অমর্ত্য সেন। শনিবার শান্তিনিকেতনের প্রতীচী ট্রাস্টের অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদের পর্যবেক্ষণ ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা থেকে কিছুটা আটকানো গিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা নিয়েও নাম না -করে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেছেন অমর্ত্য। তাঁর বক্তব্য যে যে আলোচনার প্রয়োজন ছিল তা করা হয়নি। 
 প্রতীচী ট্রাস্টের তরফে প্রতি বছরই আলোচনাচক্রের আয়োজন করা হয়। এ বার আলোচনার বিষয় ছিল কেন স্কুলে যাই সহযোগিতার সহজ পাঠ। এ দিন বোলপুরের জামবুনি এলাকায় ওই আলোচনায় যোগ দেন ট্রাস্টের জঁ দ্রেজ রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক - শিক্ষিকা এবং পড়ুয়ারা। সেখানেই অমর্ত্য কথায় আসে   সদ্যসমাপ্ত লোকসভা ভোটের প্রসঙ্গ। তিনি বলেন স্কুলে পর্যন্ত আলোচনা পৌঁছে গিয়েছিল। ভারতকে কী ভাবে হিন্দু রাষ্ট্র করা যায় সেই আলোচনা হত। কিন্তু আমাদের জানা দরকার হিন্দু- মুসলমানের পার্থক্য বাচ্চাদের মধ্যে একেবারেই নেই।তাই দেশে লোকসভা নির্বাচনে ভারতের হিন্দুরাষ্ট্র করার প্রচেষ্টা থেকে আটকানো গেল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.