Header Ads

মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায় রাজ্যে ভাগের তীব্র বিরোধী ,বঙ্গের 12,জন বিজেপি সাংসদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নয়া ঠাহর ,অমল গুপ্ত ,কোলকাতা   ঝাড়খণ্ড  বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিহারের পাঁচটি আর বঙ্গের মালদহ মুর্শিদাবাদ  জেলাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করতে হবে।  তৃনমূল সভাপতি সুকান্ত মজুমদার উত্তর  বঙ্গের সঙ্গে নর্থ ইস্ট কে অর্ন্তভুক্ত করার দাবি জানিয়েছেন।  সাংসদ দুবের দাবী মুসলিম জনগোষ্ঠির বিস্ফোরণ   ফলে    ছয় জেলার হিন্দুদের অস্বিত্ব বিপন্ন হবে। বিরোধী দলপতি শুভেন্দু অধিকারী বলেন তারা বাংলা ভাগ চান না।তারা বাংলাদেশী অনুপ্রবেশ বন্ধের দাবি জানিয়েছে। মুর্শিদাবাদ জেলার অধিকাংশ বিজেপি বিধায়ক  জেলাকে ভাগ করার পক্ষে মত দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেন রাজ্যের 95শতাংশ  মুসলিম তৃনমূল কে ভোট দিয়েছে। বিজেপি রাজ্যে সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে 12জন বিজেপি সাংসদ আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বঙ্গের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বলে এক সূত্র দাবি করেছে।বাংলা ভাগের বিষয়টি নিয়েও আলোচনা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.