Header Ads

অসমে অমৃত বৃক্ষ আন্দোলন ১২ কোটি গাছ লাগানোর প্রস্তাব

নয়া ঠাহর ,গুয়াহাটি: অসম সরকার অমৃত বৃক্ষ আন্দোলন শুরু করবে। মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  রাজ্যের বন বিভাগ,এন জিও , পুলিশ , বিভিন্ন সংগঠন মিলে মিশে  ১২ কোটি গাছ রোপনের কর্মসূচি হাতে নিয়েছে ।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ সাংবাদিক সন্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। প্রধানমন্ত্রী নিজের মায়ের নামে একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন।মূখ্যমন্ত্রী সেই প্রস্তাব মেনে চলার কথা বলেন। দাবী করেন রোপণ করা গাছের ৯০ শতাংশ বেঁচে যায়। জানান রাজ্যে চারহাজার  গাছের  চারা বিতরণ কেন্দ্রে খোলা হব। মুখ্য মন্ত্রী এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ  সোনয়াল  এর     অপূর্ণ কাজ করার আশ্বাস দিলেন।ব্রহ্মপুত্র বরাক নদী খনন করে দুই পাশে এক্সপ্রেস হাই ওয়ে নির্মাণ করা হবে। তিনি পারবেন তো ?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.