Header Ads

আবার ট্রেন দুর্ঘটনা , দুমাসে তিন বার , হাওড়া থেকে মুম্বাই এক্সপ্রেস

নয়া ঠাহর ,কোলকাতা ,আজ ভোর তিনটা  45 মিনিট নাগাদ ঝাড়খণ্ড জেলার বড়বাম্বু স্টেশনের কাছে মালগাড়ি র ধাক্কায় ট্রেনটি18টি বগি  লাইনচ্যুত হয় হতাহতের খবর জানা যায়নি। 6 জন আহত হয়েছে। চক্রধর পূর থেকে রিলিফ ট্রেন গিয়েছে। ট্রেনের যাত্রী নিরাপত্তা শূন্যে , অর্থমন্ত্রী নির্মলা সীতা রামন রেল নিরাপত্তা নিয়ে একটি কথাও বলেননি। গত দুমাসে তিনটি রেল দুর্ঘটনা ঘটলো।  টিকিট বিক্রির নামে  ততকাল, প্রিমিয়াম নামে ব্যাপক দূর্নীতি চলছে।  রেলের সাধারণ   যাত্রীদের কোনো নিরাপত্তা নেই।   যে কোনো দুর্ঘটনা তে রেল কর্মীদের অপরাধী সাজানো হচ্ছে।সামগ্রিক ভাবে রেল লাইন সংস্কার হয়না। রেল সেতু গুলি অবস্থা খুব খারাপ। অভিযোগ এসেছে আগে এক মালগাড়ি দুর্ঘটনা তে পড়ার বাগিগুলি সরানো হয়নি। তাতেই ধাক্কা লাগে ট্রেনটি র।মোট 18টি বগি লাইন  চ্যুত হয়েছে।  । রেলে হাজার পদ খালি পড়ে আছে পূরণ হচ্ছে না। পরের খবর 20জন আহত 2জন মৃত্যু হয়েছে।মুম্বাই গামী সি এস  এম টি  এক্সপ্রেস গতি ছিল 105কিলোমিটার   18 টি বগি  তে অনেক যাত্রী আটকে আছে কিনা তদন্ত চলছে। কোথায় গেল এন্টি কলিসন ডিভাইস বা কবচ । রেলের জবাব নেই।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের এক্স হ্যান্ডেল বলেন রেলে মৃত্যু মিছিল চলছেই।   এই কি সরকার চালানোর নমুনা। সামগ্রিক ভাবে রেল ব্যর্থ স্বীকার করতে লজ্জা বোধ করছে কর্তৃপক্ষ।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.