Header Ads

৫৮বছর পর সরকারি কর্মচারীরা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সদস্যপদ নিতে পারবে।

অমল গুপ্ত ,কোলকাতা : প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর এস এস কে নিষিদ্ধ ঘোষণা করে সব ধরনের কার্যকলাপ বন্ধ করে দিয়েছিলেন। সংঘ পারিবারের এই বিশাল সংগঠন ভারতে বিজেপি দল কে ক্ষমতায় বসতে সাহার্য্য করেছে। আর এস এসের জন্যে বিজেপি দলের এত  রমরমা। এই আরাজনতিক সংগঠনের প্রধান  মোহন ভাগবত  কয়েকদিন আগে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর  উদ্দেশ্যে কটাক্ষ করেছিলেন।বলেছিলেন দেশের উন্নয়ন চলতেই থাকবে।  কিন্তু কেউ যদি নিজেকে ভগবান বা সুপার পাওয়ার বলে ভাবেন । তবে ভাবতে হবে দেশ ঠিক মত চলছে না।  সেই প্রধানমন্ত্রী গত চার তারিখে আর এস এস কে মুক্ত করে দিয়েছেন। যে কোনো সরকারি কর্মচারী আর এস এসের সংগঠন এর সঙ্গে যুক্ত হতে পারবে।   আর এস এস  রাজনৈতিক ভাবে শক্তিশালী হবে।














কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.