বাপি দেবনাথ সাইকেল চালিয়ে হিমাল়ের বেস ক্যাম্প পৌঁছলেন
নয়া ঠাহর ,কোলকাতা : ত্রিপুরার মেয়ে দীপা কর্মকার ভল্ট এ বিশ্ব রেকর্ড করেছিলেন। দক্ষিণ ত্রিপুরার বাপি দেবনাথ এক গিয়ার ছাড়া এক সাধারণ সাইকেল চালিয়ে এভারেস্ট এর বেস ক্যাম্প এ পৌঁছলেন। তিনি ত্রিপুরা বানারাস কাটমুন্ড হয়ে অনেক কষ্টে এভারেস্ট এর বেস ক্যাম্পে পৌঁছান।এক বাঙালি হিসাবে ত্রিপুরার রেকর্ড বলা যেতে পারে।তার এই জয়লাভ কে ত্রিপুরাবাসীকে উৎসর্গ করেছেন দেবনাথ।
কোন মন্তব্য নেই