Header Ads

কলকাতায় সারস্বত সম্মান পেলেন অরিত্র দাশ গুপ্ত

নয়া ঠাহর প্রতিনিধি, কলকাতা :
সপ্তম রেওয়া সারস্বত সন্মান পেলেন সঙ্গীত শিল্পী অরিত্র দাশগুপ্ত।কলকাতার বিড়লা একাডেমিতে  হয়  রেওয়া সারস্বত সন্মাননা প্রদান   ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  বিশিষ্ট  সংগীত শিল্পী  নূপুরছন্দা ঘোষ, অভিজিৎ বসু, অনুশীলা বসু, রুনা দাশগুপ্ত, অভিজিৎ দাশগুপ্ত, দেবাদৃত চট্টোপাধ্যায়, রিনা গিরি,দীপিকা তরফদার ও দীপা দাসকেও  রেওয়ার পক্ষে সন্মাননা  জানানো হয়।  সঙ্গীত পরিবেশন করেন  রেওয়া সারস্বত সম্মান প্রাপক শিল্পী  অরিত্র দাশগুপ্ত, নূপুরছন্দা ঘোষ, অভিজিৎ বসু, দেবাদৃত চট্টোপাধ্যায়, অনুশীলা বসু, দীপা দাস, সরমা সেন, পারমিতা দত্ত রায়, জয়িতা বল চ্যাটার্জী, সোহম সেনগুপ্ত, মহুয়া শীল, গোপা গুপ্ত, শুক্লা ব্যানার্জী এবং অরিত্র দাসগুপ্তের তত্বাবধানে নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তনের ছাত্র ছাত্রীরা।
নৃত্য পরিবেশন করেন শর্মিলি বিশ্বাস, প্রজ্ঞাবন্তী ব্যানার্জী বিশ্বাস, মধুমিতা জয়া ঘোষ।আবৃত্তি পরিবেশন করেন রিনা গিরি। মনোবিদ দীপিকা তরফদার  বক্তব্য রাখেন অনুষ্ঠানে।  ত্রিপুরার  সাংস্কৃতিক সংস্হা  গসিপস'র কর্নধার তীর্থঙ্কর চৌধুরী,  অমিত কুমার চৌধুরী ও  অরিত কুমার চৌধুরীর নির্দেশনায় কণিকা দেবনাথ, ঈপ্সিতা মুখার্জী, ও তমঘ্ন ধর কথায় সুরে আড্ডায় - শীর্ষক স্বর্ণযুগের শিল্পীদের গানের অনুষ্ঠানে অংশ নেন৷  ত্রিপুরার আরেক  শিল্পী সুজাতা সোম পরিবেশন করেন  কীর্তন ও সুফি গান ।বাদ্যযন্ত্রে ছিলেন মলয় দাস, রানা দত্ত, তরুণ দাস, অমিত শিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন  মধুমিতা বসু ও  শ্যামা ভট্টাচাৰ্য।অনুষ্ঠানের যাবতীয়   পরিকল্পনা ও তত্বাবধানে ছিলেন রেওয়ার প্রতিষ্ঠাতা  নির্মাল্য বিশ্বাস,সাংস্কৃতিক শাখার  সভানেত্রী  মণিদীপা চক্রবর্তী ও সম্পাদিকা জয়িতা বল চ্যাটার্জী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.