Header Ads

অসম- মেঘালয় সংঘাত, পরিস্থিতি উত্তপ্ত

অমল গুপ্ত ,গুয়াহাটি,কোলকাতা :এর আগেও হয়েছে অসমের  ট্যাক্সিচালক দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক দের নিয়ে শিলং  চেরাপুঞ্জির অপরুপ প্রকৃতি উপভোগ করতে গেলেই একাংশ  দুষ্কৃতী চক্রের  বাধার সন্মুখীন হয়েছে।এবারো পুজোর প্রাক কালে এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে পর্যটকদের।অসমের পর্যটন মন্ত্রী জয়ন্ত মাল্ল বরুয়া এবং মেঘালয়ের সরকারি প্রতিনিধি আলোচনা করে সমাধান সূত্র বার করতে পারেনি।অসমের গরীব ট্যাক্সি চালকরা মেঘালয়  নিরাপত্তার অভাব বোধ করছে।  মেঘালয়ের ছাত্র সংগঠন খাসি ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।অবিলম্বে মেঘালয়ের মূখ্য মন্ত্রী কর্নাড সাংমা র হস্তক্ষেপ করা উচিত।পরিস্থিতি যাতে আরো অবনতি না হয় তার জন্যে দুটি বন্ধু  রাজ্যের  প্রতিনিধিদের আলোচনার টেবিলে বসা উচিত। মেঘলয়ের মুখ্যমন্ত্রী কর্ণদ সাংমা র ভালো বন্ধু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।উভয় নেতার  গম্ভীর পরিস্থিতি উপলব্ধি করে আলচনা করে সমস্যা নিষ্পত্তি করা উচিত। পুজোর মারসুম আসছে এই সময় দুই রাজ্যের সংঘাত পর্যটন শিল্প ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.