Header Ads

নিহত বেড়ে ৭৫ 


বৃহস্পতিবারের রণক্ষেত্র  বাংলাদেশের পরিস্থিতি শুক্রবার অনেকটাই ছিল শান্ত। তবে এএফপি এ খবর অনুযায়ী তিন দিনে বাংলাদেশে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৫ জন। শুক্রবার পুলিশের গুলিতে ৩ জন মারা গিয়েছেন বলে ঢাকার হাসপাতাল সূত্র বলা হয়েছে। যদিও অন্য একটি সূত্রে দাবি এঁরা আগের দিনই  গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 
  গুজব ও উস্কানিমূলক বার্তা  প্রচার আটকাতে বৃহস্পতিবার রাত আটটা থেকে দেশের সর্বত্র ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় সরকার। ফলে গোটা বাংলাদেশ বাইরের বিশ্ব থেকে কার্য‌
 বিচ্ছিন্ন হয়ে পড়ে।  ছাত্র নেত্রীকে পায়ে শেকল বেঁধে ও মুখে কাপড় বেঁধে  রেখে দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.